Tuesday, August 26, 2025

সইফের হামলাকারী ‘বাংলাদেশি’ শেহজাদের পাঁচদিনের হেফাজত, অনুপ্রবেশে কৈফিয়ত দাবি কুণালের

Date:

Share post:

সইফ আলি খানের (Saif Ali Khan)উপর হামলার ঘটনায় গ্রেফতার মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে পাঁচদিনের পুলিশ হেফাজত দিল বান্দ্রা আদালত (Bandra Court)। ধৃতকে প্রথম থেকেই বাংলাদেশি বলে সন্দেহ করছে পুলিশ। যদিও আদালতে অভিযুক্তপক্ষের আইনজীবীর দাবি “ধৃত মোটেও বাংলাদেশি নাগরিক নয়। সে ভারতীয়। বর্তমানে মুম্বইয়ের বাসিন্দা। তার অতীতে কোনও অপরাধের সঙ্গে জড়িত থাকার রেকর্ডও নেই। ” পুলিশ মনে করছে অবৈধ অনুপ্রবেশকারী রীতিমতো পরিকল্পনা করে আক্রমণ করেছিলেন। ধৃত একটি পার্টির সুবাদে সইফের বাড়িতে আগে প্রবেশ করেছিলেন বলে জানা যাচ্ছে। তিনি নাম পরিবর্তন করে থানে এলাকায় থাকছিলেন। চুরি করাই মূল উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক অনুমান। এর সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রের তত্ত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এত অবৈধ অনুপ্রবেশ হচ্ছে কীভাবে? সেন্ট্রাল আইবি এবং বিএসএফের (BSF)ব্যর্থতাকে দায়ী করে এই অনুপ্রবেশের জন্য অমিত মালব্যদের থেকে কৈফিয়ত চাইলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বলিউড অভিনেতার হামলাকারী শেহজাদকে রবিবার সকালেই গ্রেফতার করা হয়। তারপর থেকেই তাঁর বাংলাদেশি পরিচয় নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। গত ৭০ ঘণ্টা ধরে একের পর এক সন্দেহভাজনকে আটক করে মূল অভিযুক্তের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এদিন শেহজাদ প্রসঙ্গ উল্লেখ করে বাংলা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে বলে বিজেপি নেতা অমিত মালব্য দাবী করলে পালটা জবাব দেন কুণাল। তিনি বলেন, দেশের কোনও প্রান্তে যদি অবৈধ অনুপ্রবেশকারীকে ধরা হয় তবে তাহলে বুঝতে হবে এটা বিএসএফের ব্যর্থতা। বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব জেলা বা রাজ্য পুলিশের নয়। এটা অমিত শাহের (Amit Shah) দেখার কথা। কখনও বাংলা বর্ডার দিয়ে কেউ ঢুকেছে কখনও ত্রিপুরা থেকে ধরা পড়ছে, কখনও অসম থেকে ধরা পড়ছে। এর দায়ের কেন্দ্রের। অমিত মালব্যরা নিজেদের অপদার্থতা ঢাকতে রাজনীতি করেছে অভিযোগ করে, অবৈধ অনুপ্রবেশ হচ্ছে কেন সেই কৈফিয়ত চান কুণাল।

 

spot_img

Related articles

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...

‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের পরিষেবা প্রদান মঞ্চ...