Sunday, January 11, 2026

ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স! ইডেনে ৭ উইকেটে ‘ইংরেজ বধ’ ভারতের

Date:

Share post:

ইংল্যান্ড : ১৩২
ভারত: ১৩৩/৩ (১২.৫ ওভার)
ভারত ৭ উইকেটে জয়ী।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে দুরন্ত জয় ভারতের। ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে কার্যত পর্যুদস্ত করেই হারাল সূর্যকুমার যাদবের ভারত। ৪৩ বল বাকি থাকতেই প্রথম টি২০ ম্যাচে সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। গত তিনটি সিরিজে জয়ের ধারা বজায় রেখে সিরিজ ১-০ এগিয়ে গেল মেন ইন ব্লুজরা। পরের টি২০ ম্যাচ ২৫ জানুয়ারি চিদাম্বরম স্টেডিয়ামে।

এদিন টস জিতে সূর্যকুমার যাদব প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডকে। প্রথমেই বাঁ হাতি পেসার অর্শদীপ ধাক্কা দেন। দ্রুত দুই উইকেট তুলে নেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই ফিল সল্ট (০), বেন ডাকেট (৪) ডাগ আউটে ফিরে যান। এদিন টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেলেন তিনি। ইংল্যান্ডের মিডল অর্ডারকে তাসের ঘরের মতো ভাঙলেন বরুণ চক্রবর্তী। ২৩ রানে ৩ উইকেট নেন তিনি। হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল বাকি কাজটা সারেন। ইংল্যান্ড থেমে যায় ১৩২ রানে। রান পেয়েছেন একমাত্র জস বাটলার। ৪৪ বলে ৬৮ রান করেন তিনি।

ইংল্যান্ডের রান তাড়া করতে নেমে শুরু থেকেই রকেটের গতিতে রান তুলতে শুরু করে ভারত। ৪১ রানে প্রথম উইকেট হারায় ভারত। আউট হন স্যামসন।অধিনায়ক সূর্য কুমার যাদব নেমেই মারতে গিয়ে ফিরে যান শূন্য রানেই। তবে ভরা ইডেন মাতান তরুণ অভিষেক শর্মা। ২০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক শর্মা।  ১০ ওভারে ১০০ করে ফেলে ভারত। অভিষেকের দুরন্ত ব্যাটিংয়ে দ্রুত ভারত লক্ষ্যে পৌঁছে যায়। যদিও ম্যাচ শেষ করে যেতে পারেননি তরুণ ওপেনার। তিনি ফিরে যাওয়ার পরে বাকি কাজটা সারেন তিলক ভার্মা ও হার্দিক পাণ্ডিয়া। সাত উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০-এ এগিয়ে গেল ভারত।

আরও পড়ুন- এক্তিয়ারের বাইরে গিয়ে অতিসক্রিয়তা! ইডিকে জরিমানা করল বম্বে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...