খেলার মাঠে চলল গুলি! মালদহে ভলিবল টুর্নামেন্টের (Volleyball Tournament) উদ্বোধনে বন্দুক হাতে শূন্যে গুলি চালানোর ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। মানিকচক ব্লকের নুরপুর অঞ্চলের নুরপুর টিপটপ ক্লাবের (Nurpur TipTop Club) উদ্যোগে আয়োজিত ভলিবলের প্রতিযোগিতা নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে শুরুতেই যা ঘটলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কার মদতে খেলার মাঠে বন্দুক নিয়ে হাজির হলেন কিছু ব্যক্তি? কেন উদ্বোধনী অনুষ্ঠানে গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হল? প্রশ্নের মুখে ক্লাবের ভূমিকা। মুখে কুলুপ আয়োজকদের।

বৃহস্পতিবার নুরপুর টিপটপ ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলার সূচনায় শূন্যে একাধিক গুলি চালানো হয়। গোটা বিষয়টি দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রশাসনের নজরে আসতেই আগ্নেয়াস্ত্র হেফাজতে নিয়েছেন মানিকচক থানার পুলিশ। বন্দুকের লাইসেন্স আছে কিনা অথবা খেলাধুলার মাঝে কেন বন্দুকবাজি তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। গত কয়েকদিনে বারবার অশান্ত হয়েছে মালদহ। ১২ দিনের ব্যবধানে খুন হয়েছেন দুই তৃণমূল নেতা। এরপর খেলার মাঠে গুলি চালিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের খবরে নিরাপত্তাজনিত আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী।

–

–

–
–

–

–

–

–


–

–
