Wednesday, August 27, 2025

কলকাতা বইমেলায় স্টল নয় বিশ্ব হিন্দু পরিষদের: গিল্ডের আপত্তিকে মান্যতা হাই কোর্টের

Date:

Share post:

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টল সংক্রান্ত মামলার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের বইমেলা। আর এই বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদকে ( BISWA HINDU PARISAD) স্টল দিতে রাজি হয়নি পাবলিশার্স অ্যান্ড গিল্ড। যা নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। গিল্ডের তরফে বলা হয়, ‘বিশ্ব হিন্দু পরিষদের বই যথেষ্ট সেন্সেটিভ এবং বিতর্কিত। গিল্ড কর্তৃপক্ষ কোনও বিতর্ক চায় না’। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা বিশ্ব হিন্দু পরিষদের মামলা খারিজ করে দেন। তার পর্যবেক্ষণ, হাইকোর্টে এই মামলা সঠিক পদ্ধতিতে দায়ের করা হয়নি। গিল্ড যে হেতু বেসরকারি সংস্থা, তাই তার বিরুদ্ধে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এর আগে গিল্ডের বিরুদ্ধে করা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি-র আবেদনও খারিজ করে দিয়েছে হাইকোর্ট। চলতি বছর বইমেলায় তারাও স্টল দিতে পারবে না।

প্রসঙ্গত, ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়(KOLKATA BOOK FAIR) বইয়ের স্টল দিতে চেয়ে গিল্ডের কাছে আবেদন করেছিল ভিএইচপি। সেই অনুমতি না মেলায় হাই কোর্টে মামলা করেছিল তারা। গিল্ডের বক্তব্য ছিল, সঠিক ভাবে আবেদন করেনি ওই সংস্থাটি। পাশাপাশি, গিল্ডের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, ভিএইচপি ‘স্পর্শকাতর’ বই প্রকাশ করে। যদিও তারা নিজেরা কোনও বই প্রকাশ করে না। বই প্রকাশিত হয় বিশ্ব হিন্দু বার্তা নামক প্রকাশনা সংস্থা থেকে। বইমেলায় তারাই স্টল দিতে পারে, যারা বই প্রকাশ বা বিক্রি করে। ভিএইচপির আইনজীবীর সওয়াল করে বলেছিলেন, বিশ্ব হিন্দু বার্তা তাদেরই সংস্থা। ২০১১ সাল থেকে তারা বইমেলায় স্টল দিয়ে আসছে।

গত শুনানিতে গিল্ডের ভূমিকার সমালোচনা করেছিল কলকাতা হাইকোর্ট( KOLKATA HIGHCOURT)। কেন ওই সংগঠনকে স্টল তৈরির অনুমতি দেওয়া হবে না, সেই প্রশ্নও তুলেছিল আদালত। গিল্ডের আইনজীবীর সওয়াল নিয়ে মন্তব্য করেছিল তারা। গিল্ডের উদ্দেশে বিচারপতি সিনহা প্রশ্ন করেছিলেন, গত কয়েক বছর ধরে ওই সংগঠনকে অনুমতি দেওয়া হয়েছে। এখন কেন দেওয়া হবে না ? তারা কী স্পর্শকাতর বই প্রকাশ করেছে, তা আগে কেন জানাননি ? এত দিন স্পর্শকাতর বই প্রকাশ করেনি, হঠাৎ এখন স্পর্শকাতর বই প্রকাশ করছে ?  গিল্ডের আইনজীবী জানিয়েছিলেন, চলতি বছর থেকে বইমেলায় কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। বিচারপতি পাল্টা বলেছিলেন, আপনাদের কোনও বিধিবদ্ধ নিয়ম নেই, যে নিয়ম পরিবর্তন হয়েছে। কেন এত বছর অনুমতি দিয়েছিলেন ? নিজেদের ইচ্ছে মতো নিজেরা তৈরি করছেন। শুক্রবার গিল্ডের সিদ্ধান্তই বহাল রাখলেন বিচারপতি সিনহা। ভিএইচপির আবেদনও খারিজ করে দিলেন। এরপর ১০ জানুয়ারি ইমেল করে জানতে চাওয়া হয়। কিন্তু, গিল্ডের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। সেই কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই মামলাই খারিজ করে দিলেন বিচারপতি সিনহা।

 

 

spot_img

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...