Wednesday, November 5, 2025

শহরে পোষ্যদের চিকিৎসায় নতুন দিশা: অত্যাধুনিক প্যাথ ল্যাবের উদ্বোধন

Date:

Share post:

যারা পোষ্যপ্রেমী তাঁদের জন্য খানিকটা হলেও স্বস্তির খবর। পোষ্যরা অসুস্থ হয়ে পড়লে চিন্তা বাড়ে তাদের মালিকদের। এবার পোষ্যদের (pet) আধুনিক চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির উদ্বোধন হল দক্ষিণ কলকাতার ৯৬ মোতিলাল নেহরু রোডে। নাম অ্যানিমাল হেলথ প্যাথলজি ল্যাব (Animal Health Pathology Lab)। এখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কুণাল জানালেন, “এই ল্যাব করেছেন প্রতীপ চক্রবর্তী এবং বৈশাখী চক্রবর্তী। পোষ্যরা অসুস্থ হয়ে পড়লে আধুনিক(state of art) চিকিৎসার যাবতীয় সরঞ্জাম এখানে রয়েছে। এতদিন ধরে ব্লাড টেস্ট ইত্যাদি চলছিল। তবে এবার অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে এই ল্যাবে। আলট্রা সোনোগ্রাফি থেকে শুরু করে সমস্ত মেশিন বসানো হয়েছে। পোষ্যরা অসুস্থ হলে তার প্রপার ডায়গনসিস (diagnosis) বা তার যে ট্রিটমেন্ট (treatment) রয়েছে তাতে এই ল্যাব থেকে সাহায্য করা হবে।”

অ্যানিমাল হেলথ প্যাথলজি ল্যাবের (Animal Health Pathology Lab) কর্ণধার প্রতীপ চক্রবর্তী জানান, “গত ১৪ বছর ধরে পোষ্য সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকি আমরা। আপনার পোষ্যকে যে ডাক্তার দেখেনি সেই চিকিৎসককে এখানে নিয়ে আসবেন। এখানে যন্ত্রপাতি রয়েছে। আপনার যদি মনে হয়ে এই অত্যাধুনিক (state of art) যন্ত্রপাতির দ্বার আপনার পোষ্যর চিকিৎসা সম্ভব তাহলে তা এখানেই হবে। এই সুবিধা পেতে পারেন তাঁরাও যারা পথকুকুরদের সেবা করেন, দেখভাল করেন। বিধাননগরে রয়েছে আরেকটি কেন্দ্র। ”

কুকুর, পাখি, রঙিন মাছসহ সবরকম পোষ্য ও পশুপাখির অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামসহ ইউনিটের উদ্বোধন হল শনিবার, কলকাতায়। মানুষের জরুরি চিকিৎসায় যতরকম পরীক্ষা হয়, কার্যত প্রায় সবরকম ব্যবস্থা চালু হল। শুরু হল ডায়ালিসিস, ইসিজি, এন্ডোস্কোপি, ল্যাপারোস্কোপি, গ্যাস অ্যানাসথেসিয়া, মাল্টিপ্যারা মনিটর, কলর ডপলর, ব্লাড ট্রান্সফিউশন, ইকোকার্ডিওগ্রাফি, অপারেশন থিয়েটার, ভেন্টিলেশন ও ইনকিউবেটর, ল্যাপসরস্কোপি, ডিজিটাল রেডিওগ্রাফসহ বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। চালু করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব সংস্থা।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...