Wednesday, November 5, 2025

সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তায় ‘সংবিধান’ রাজনীতি! প্রধানমন্ত্রীর পোষ্টের পরেই সরব বিরোধীরা

Date:

Share post:

৭৬-তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে নিজের বার্তা পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লেখেন, ‘গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্য আমাদের শিকড়। সংবিধান তা নিশ্চিত করেছে। এই সংবিধান তৈরিতে অবদান রেখেন বহু পুরুষ ও মহিলা। সেই সংবিধান প্রণেতাদের আমার বিনম্র প্রণাম।’ পাশাপাশি সংবিধানের মর্যাদা রক্ষায় দেশের দায়িত্ব সম্পর্কেও বার্তা দেন তিনি। সরাসরি রাজনীতির কথা না বললেও যেভাবে তাঁর বক্তব্যে বারবার সংবিধান প্রসঙ্গ উঠে এসেছে তাকে কার্যত কটাক্ষ করে বর্তমান সরকারকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সাধারণতন্ত্র দিবসেও বাদ গেলো না সংবিধান রাজনীতি।

শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখে শোনা গেছিল ‘এক দেশ এক নির্বাচন’ নীতি প্রসঙ্গ। তাঁর প্রতি কথায় মোদির বক্তব্যের ছাপ স্পষ্ট। বিরোধীদের মতে যেভাবে সংবিধানের একেকটা আইনকে নিজেদের মতো করে পরিচালনা করছে নিজেদের মতো করে পরিচালনা করছে বিজেপি, ইচ্ছে মত বদলে দিচ্ছে দেশের ইতিহাস – সেই সরকারের মুখে সংবিধানের মর্যাদা রক্ষার কথা শোভা পায় না। এদিন দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি চলে যাওয়ার পর বেশ খানিকটা পথ হেঁটে অনুষ্ঠানমঞ্চের পাশে তৈরি সব গ্যালারির সামনে গিয়ে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন নরেন্দ্র মোদি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সব অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে খুব সহজেই মিশে যান, এদিন অনেকটা সেইরকমের চেষ্টা করতেই দেখা গেল কি ভারতের প্রধানমন্ত্রীকে? প্রশ্নের উত্তর না মিললেও সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

spot_img

Related articles

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...