Sunday, November 9, 2025

বইমেলা চলাকালীন শহরে বিশেষ বাস, ছুটির দিনে বাড়তি পরিষেবা

Date:

Share post:

৪৮-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (IKBF) উপলক্ষে বিশেষ বাস চালানো সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর (Transport Department)। বই প্রেমীদের যাতে বইমেলা প্রাঙ্গণে (Boimela Prangon) যাতায়াতে কোনও অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলি থেকে একাধিক রুটে চলবে বিশেষ বাস, বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পরিবহন দফতর।

বুধবার বিকেলে মেলার উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্কে আগামী ১৩ দিন ধরে চলবে ঐতিহ্যের কলকাতা বইমেলা। এবছর এক হাজারের বেশি স্টল রাখা হচ্ছে। আগেরবারের ভিড়ের রেকর্ড ছাপিয়ে যাওয়ার আশা গিল্ডের (Publishers and Book Sellers Guild)। শহরের বিভিন্ন প্রান্ত থেকে করুণাময়ী বাস টার্মিনাসে পৌঁছে যাবে বইমেলা স্পেশাল বাস। এই পরিষেবার জন্য অতিরিক্ত কর্মী, অফিসারদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি বাস থাকার পাশাপাশি, বাড়তি তিনটি বিশেষ এসি বাসও চালানো হবে। করুণাময়ী থেকে ২০ টি রুটে বিশেষ বাস চলবে। কলকাতা ছাড়াও শহরতলির একাধিক জায়গা যেমন – বারাকপুর, বারাসত, বালি হল্ট, বারুইপুর, গড়িয়া, কামালগাজি, জোকা, ঠাকুরপুকুর, সাঁতরাগাছি পর্যন্ত মিলবে বাস পরিষেবা।করুণাময়ী থেকে কোন বাস কোন রুটে যাবে, বাসগুলির সামনে কাচের জানলায় তা লেখা থাকবে।বইমেলা রাত ৮টায়, এরপর শেষ বাসগুলি ছাড়বে বলে পরিবহন দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কলকাতা মেট্রো সূত্রে খবর, বইমেলার কথা মাথায় রেখে দুপুর ২.০৫ মিনিট থেকে রাত ৯.১৫ মিনিট পর্যন্ত প্রতি ১২মিনিট অন্তর চলবে মেট্রো। বইমেলা যতদিন দিন চলবে ততদিন গ্রিন লাইন ১-এ সারাদিনে ১০৬টির বদলে ১২২টি মেট্রো চালানো হবে ৷ এছাড়া করুণাময়ী পর্যন্ত পর্যাপ্ত অটো পরিষেবাও থাকছে।

-.

-.

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...