Thursday, November 6, 2025

ঘরের মাঠে বিএফসিকে হারিয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা

Date:

Share post:

গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে বদলার ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। তবে জয় পেলেও গোলের জন্য অপেক্ষা করতে হয়ে ৭৪ মিনিট। বিএফসির বিরুদ্ধে লড়াই যে এ রকমই কঠিন হবে, তা নাকি আগেই জানতেন বাগান কোচ জোসে মোলিনা। তবে এই জয় লিগশিল্ড জয়ের জন্য আরও একধাপ এগালেন, তা সাংবাদিক সম্মেলনে বললেন মোলিনা।

সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “ এরকমই কঠিন ম্যাচের প্রত্যাশা ছিল। আমরা আক্রমণাত্মক খেলায় জোর দিই। তবে প্রথমার্ধে তা-ও যথেষ্ট ছিল না। বলের বেশিরভাগ পজিশন ওদের কাছেই ছিল। ওরা ভাল কম্বিনেশন তৈরি করে গোলের সুযোগ তৈরি করে। তবে আমার মনে হয়, আমরা কিছু ভাল আক্রমণ করেছি।”এরপর বাগান কোচ বলেন, “ আমাদের এখনও কিছু ম্যাচ বাকি আছে। এখনও অনেক পরিশ্রম বাকি। আমাদের লড়াই করতে হবে। কিছু ম্যাচ জিততেই হবে। আজ আমরা শিল্ডের আরও কাছাকাছি গেলাম। কিন্তু কাজ শেষ হয়নি।”

বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের মাঠে ০-৩-এ হেরেছিল মোহনবাগান। সোমবার সেই হারের বদলা নিয়ে ঘরের মাঠে ১-০ গোলে জয়। এই নিয়ে মোলিনা বলেন, “ঘরের মাঠে আমাদের সমর্থকদের সামনে খেলা মানে একজন অতিরিক্ত খেলোয়াড় পাওয়া। তারা আমাদের উজ্জীবিত করে এবং সাহায্য করে। তবে আমরা একটি দল হিসেবে পুরোপুরি সঙ্ঘবদ্ধ। অন্য স্টেডিয়ামেও আমাদের সমর্থকরা থাকেন, কিন্তু ঘরের মাঠের মতো এত নয়। শুধু একটি অ্যাওয়ে ম্যাচে আমরা খারাপ খেলেছি। সেটি বেঙ্গালুরুর ম্যাচ। তবে ওরা সেদিন জেতার মতোই খেলেছিল।”

আরও পড়ুন- বদলার ম্যাচে স্বস্তি ফিরল মোহনবাগানের , ঘরের মাঠে বিএফসিকে হারাল ১-০ গোলে

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...