Saturday, August 23, 2025

আর জি কর আর্থিক বেনিয়ম: ইডির তদন্তে ঢিলেমিতে ভর্ৎসনা হাইকোর্টের

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তদন্তে মাত্রাতিরিক্ত দেরি নিয়ে একাধিক মামলায় ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর জি কর হাসপাতালের আর্থিক বেনিয়মের মামলাতেও একই ছবি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এক তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) তদন্ত প্রক্রিয়ায় চার্জশিট পেশ করলেও অন্য সংস্থা, ইডি (ED) এখনও চার্জশিট (charge sheet) পেশ করতে ব্যর্থ। ফলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কড়া প্রতিক্রিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র তদন্ত নিয়ে। অথচ ইডি এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা (suo moto case) দায়ের করেছিল।

কলকাতা হাইকোর্টে আর জি করের আর্থিক বেনিয়মের সিবিআই-এর (CBI) তদন্তাধীন মামলায় দ্রুত চার্জগঠনের প্রক্রিয়ার ইঙ্গিত দেওয়া হয় আদালতের তরফে। আলিপুর বিশেষ আদালতে ২৯ নভেম্বরে চার্জশিট পেশ করে সিবিআই। ফলে দ্রুত চার্জগঠনের প্রক্রিয়া শেষ হয়ে বিচার শুরু হবে। চার্জশিটে (charge sheet) নাম রয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এই মামলাতেই এখনও বিচার বিভাগীয় হেফাজতে সন্দীপ।

তবে এখানেই পিছিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মামলা আর্থিক বেনিয়মের হলেও এখনও চার্জশিট পেশ করতে পারেনি এই তদন্তকারী সংস্থা। এখানেই মঙ্গলবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (central agency)। বিচারপতির পর্যবেক্ষণ, ইডি (ED) চার্জশিট দেয় না, বিচারপ্রক্রিয়াও শুরু করে না। কার্যত রাজ্যের শাসকদল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে, তারই প্রমাণ মিলল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে বারবার বলা হয়েছে তৃণমূলের তরফে। তখন বলা হয় তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে বলছে। এবার আদালতও একই কথা বলছে।

spot_img

Related articles

অভিষেকেই বাজিমাতের লক্ষ্যে ডুরান্ড ফাইনালে যুবভারতীজুড়ে DHFC উন্মাদনা

ডুরান্ড ফাইনালে হিরক দ্যুতির ছটা দেখার আশায় শনিবারের সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে শুধুই DHFC সমর্থকদের উন্মাদনা। কেউ...

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...