Saturday, December 20, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পদত্যাগ করলেন আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পদত্যাগ করলেন ২০২১ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সিইও পদে দায়িত্বে থাকা জিওফ অ্যালার্ডিস। যদিও তিনি নিজে দাবি করেছেন যে নিজের ইচ্ছাতেই সরে গিয়েছেন। তবে ওয়াকিবহালমহলের মতে, পাকিস্তানের প্রস্তুতির অভাবই এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জিওফ অ্যালার্ডিস ২০১২ সালে আইসিসির জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন এবং ২০২১ সালের নভেম্বর মাসে সিইও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। পদত্যাগের পর অ্যালার্ডিস বলেন, আইসিসির সিইও পদ সামলানো একটা বড় দায়িত্ব ছিল। ক্রিকেটের প্রসারে যা কিছু করেছি, তাতে আমি সন্তুষ্ট। তবে আমার মনে হয় এটা সরে যাওয়ার সেরা সময়, এবং আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই।

অ্যালার্ডিসের সরে যাওয়ার কারণ হিসাবে আইসিসি কোনও কারণ দেখায়নি। কিন্তু একটি সূত্রে জানা গিয়েছে যে, আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সাফল্য পায়নি। সেই সঙ্গে আইসিসির প্রচুর বাড়তি খরচ হয়েছিল, ওই বিশ্বকাপ আয়োজনে। তবে সবচেয়ে বড় কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তান যে সময়ের মধ্যে তৈরি হতে পারবে না, সেটা আন্দাজ করতে না পারা।আইসিসির চেয়ারম্যান জয় শাহ যদিও অ্যালার্ডিসের প্রশংসাই করেছেন। তিনি বলেছেন, আইসিসির তরফে অ্যালার্ডিসকে ধন্যবাদ। তার পরিশ্রম ক্রিকেটকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছে। অ্যালার্ডিসকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা। এই প্রতিযোগিতায় নিরাপত্তার কারণে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। কিন্তু পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিণ্ডির মাঠ এখনও প্রস্তুত হয়নি। সংস্কারের কাজ চললেও, সেগুলি অনেক আগে শেষ হওয়ার কথা ছিল, এবং এখন পর্যন্ত মাঠগুলির প্রস্তুতির সময় নিয়ে সংশয় রয়েছে।অ্যালার্ডিসের পদত্যাগের পর এখন পর্যন্ত নতুন সিইও কে হবেন তা জানানো হয়নি। তবে, এই পদে তিনজন প্রার্থী রয়েছেন—ক্রিস টেটলি, অ্যালেক্স মার্শাল এবং ক্লেয়ার ফারলং।

spot_img

Related articles

পদ্মাপাড়ে হিংসার আগুনে ঝলসে মৃত বিএনপি নেতার ৭ বছরের কন্যা, দীপু-খুনে ধৃত ৭

দ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ! বাইরে থেকে তালা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হল বিএনপি নেতার বাড়িতে। শুক্রবার রাতের...

মোদির মুখে ‘অনুপ্রবেশকারী’: SIR-এর উল্লেখ করে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ তৃণমূলের

নির্বাচনের আগে সীমান্ত জেলায় ভার্চুয়াল সভায় ফের একবার অনুপ্রবেশ অস্ত্রে শান দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাহেরপুরে মোদির...

শিক্ষকই যখন ছাত্র! বিশ্বমানের ট্রেনিংয়ে আরও দক্ষ জর্জ টেলিগ্রাফের শিক্ষকরা

এক হাতে চক-ডাস্টার, অন্য হাতে গ্লোবাল স্কিল! বদলে যাওয়া সময়ের সঙ্গে পাল্লা দিতে এবার নিজেদের পুরোপুরি ‘আপগ্রেড’ করে...

উচ্চমানের চিকিৎসা পরিষেবা সবার অধিকার: #Sebaashray2 শিবির ঘুরে রোগী ও চিকিৎসকদের বার্তা অভিষেকের

উচ্চমানের চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ (Sebaashray) চালু করেছিলেন তৃণমূলের (TMC)...