Wednesday, November 5, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পদত্যাগ করলেন আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পদত্যাগ করলেন ২০২১ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সিইও পদে দায়িত্বে থাকা জিওফ অ্যালার্ডিস। যদিও তিনি নিজে দাবি করেছেন যে নিজের ইচ্ছাতেই সরে গিয়েছেন। তবে ওয়াকিবহালমহলের মতে, পাকিস্তানের প্রস্তুতির অভাবই এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জিওফ অ্যালার্ডিস ২০১২ সালে আইসিসির জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন এবং ২০২১ সালের নভেম্বর মাসে সিইও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। পদত্যাগের পর অ্যালার্ডিস বলেন, আইসিসির সিইও পদ সামলানো একটা বড় দায়িত্ব ছিল। ক্রিকেটের প্রসারে যা কিছু করেছি, তাতে আমি সন্তুষ্ট। তবে আমার মনে হয় এটা সরে যাওয়ার সেরা সময়, এবং আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই।

অ্যালার্ডিসের সরে যাওয়ার কারণ হিসাবে আইসিসি কোনও কারণ দেখায়নি। কিন্তু একটি সূত্রে জানা গিয়েছে যে, আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সাফল্য পায়নি। সেই সঙ্গে আইসিসির প্রচুর বাড়তি খরচ হয়েছিল, ওই বিশ্বকাপ আয়োজনে। তবে সবচেয়ে বড় কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তান যে সময়ের মধ্যে তৈরি হতে পারবে না, সেটা আন্দাজ করতে না পারা।আইসিসির চেয়ারম্যান জয় শাহ যদিও অ্যালার্ডিসের প্রশংসাই করেছেন। তিনি বলেছেন, আইসিসির তরফে অ্যালার্ডিসকে ধন্যবাদ। তার পরিশ্রম ক্রিকেটকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছে। অ্যালার্ডিসকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা। এই প্রতিযোগিতায় নিরাপত্তার কারণে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। কিন্তু পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিণ্ডির মাঠ এখনও প্রস্তুত হয়নি। সংস্কারের কাজ চললেও, সেগুলি অনেক আগে শেষ হওয়ার কথা ছিল, এবং এখন পর্যন্ত মাঠগুলির প্রস্তুতির সময় নিয়ে সংশয় রয়েছে।অ্যালার্ডিসের পদত্যাগের পর এখন পর্যন্ত নতুন সিইও কে হবেন তা জানানো হয়নি। তবে, এই পদে তিনজন প্রার্থী রয়েছেন—ক্রিস টেটলি, অ্যালেক্স মার্শাল এবং ক্লেয়ার ফারলং।

spot_img

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...