Sunday, January 11, 2026

যোগী সরকারের ব্যর্থতায় মহাকুম্ভে বাড়ছে মৃতের সংখ্যা, ‘দায়সারা’ শোকপ্রকাশ মোদির

Date:

Share post:

মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। উত্তরপ্রদেশ (Utter Pradesh) সরকারের প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে এই দুর্ঘটনায় ‘দায়সারা’ শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিজের এক্স হ্যা ন্ডেলে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। অথচ নিহতদের পরিবারকে অর্থ সাহায্য বা আহতদের চিকিৎসার খরচের কোনও কথাই বলেননি প্রধানমন্ত্রী। এমনকী, নিজের দলের মুখ্যমন্ত্রীর ব্যর্থতা নিয়েও মুখে কুলুপ মোদির।

কেন্দ্রের কাছ থেকে ‘জাতীয় মেলা’র তকমা পাওয়া কুম্ভ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ যোগী সরকার (Yogi Adityanath Government)। মৌনী অমাবস্যায় উপলক্ষ্যে কোটি কোটি জন সমাগম হয় সেখানে। কিন্তু সেই ভিড় সামলানোর মতো পরিকাঠামো রাখেনি যোগী প্রশাসন। সরকারি তরফে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের তালিকা প্রকাশ করা না হলেও , অসমর্থিত সূত্রের খবর অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে গুরুতর আহত প্রায় ৪০-এর কাছাকাছি। জাতীয় মেলা হিসেবে কেন্দ্র থেকে বহু অর্থ সাহায্য পায় যোগী সরকার। কিন্তু নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত পরিকল্পনা এবং পরিকাঠামো তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ উত্তরপ্রদেশ প্রশাসন।

দুর্ঘটনার পরে নিজের এক্স হ্যান্ডেল মোদি লেখেন, “প্রয়াগরাজ মহাকুম্ভে হওয়া দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। যেসব ভক্তরা তাঁদের স্বজনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। স্থানীয় প্রশাসন পীড়িতদের সবরকম সাহয্যা করছে। এই বিষয়ে আমি মুখ্যমন্ত্রী যোগী জি এর সঙ্গে কথা বলেছি এবং আমি ক্রমাগত রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।“ শোকপ্রকাশ করেই দায় সেরেছেন তিনি। নিহতদের পরিবারকে অর্থ সাহায্য বা আহতদের চিকিৎসার খরচের কোনও কথাই বলেননি প্রধানমন্ত্রী। এমনকী, নিজের দলের মুখ্যমন্ত্রীর ব্যর্থতা নিয়েও মুখে কুলুপ মোদির (Narendra Modi)। বিরোধীদের অভিযোগ, ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে এই ঘটনা বলেই মন্তব্য করতে চাইছেন না তিনি প্রধানমন্ত্রী।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...