Sunday, August 24, 2025

হাওড়া পুরসভার ভোট কেন করা যায়নি, জানতে চাইল হাইকোর্ট

Date:

Share post:

হাওড়া পুরসভার ভোট করা নিয়ে টালবাহানা চলছে। কেন এতদিনে ভোট হল না, এবার রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, আট সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে হবে, হাওড়ায় এখনও কেন পুরভোট হল না। ২০২২ সালে হাওড়া থেকে বালি পুরসভাকে পৃথক করার সময় পদ্ধতিগত জটে নির্বাচন আটকে যায়।বছরখানেক আগে এই নির্বাচন না হওয়া নিয়ে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা হয়।২০২৪ সালেই হাইকোর্ট নির্দিষ্ট সময়ে নির্বাচন করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ এখনও পর্যন্ত কার্যকর করা সম্ভব হয়নি। এবার সেই  কারণ জানতে চাইল হাইকোর্ট।

প্রসঙ্গত, হাওড়া পুরসভায়(howrah municipal corporation) শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। ওই বছর বামফ্রন্টকে পরাজিত করে পুরবোর্ড তৈরি করে তৃণমূল। কিন্তু ওই বোর্ডের মেয়াদ শেষ হয় ২০১৮ সালে। তারপর থেকে এতদিন পর্যন্ত নতুন করে নির্বাচন হয়নি হাওড়া পুরসভায়। পুর দফতর নির্বাচিত প্রশাসকমণ্ডলীই এতদিন পুরসভা পরিচালনা করে আসছে। এর মধ্যে কয়েক বার পুরভোট করানোর চেষ্টা হলেও, বালি পুরসভা নিয়ে জটের কারণে তা হয়নি। ২০১৬ সালে বালি পুরসভাকে প্রথমে হাওড়ার সঙ্গে সংযুক্ত করা হয়। তার পরে ২০২১ সালে তা আবার হাওড়া পুরসভা থেকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়ে প্রক্রিয়াগত জট তৈরি হয়েছে। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গেও বিষয়টি নিয়ে রাজ্যের সঙ্গে বিরোধ বাধে।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...