কবিগুরুর কৃষ্ণকলির হরিণীর মতো চোখের সঙ্গে মহাকুম্ভের মোনালিসার (Monalisa Bhonsle) দৃষ্টির মিল পেয়েছিলেন অনেকেই। কিন্তু তার জেরে ভাগ্যের চাকা যে এভাবে ঘুরে যাবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি মধ্যপ্রদেশের দরিদ্র পরিবারের ষোড়শী। গ্রামের অন্যদের সঙ্গে মেলায় মালা বিক্রি করতে গিয়েছিলেন, কিন্তু মহাকুম্ভ বদলে দিল মোনালিসা ভোঁসলের জীবন। ডাক এসেছে বলিউড থেকে। ছবির নাম ‘দি ডায়েরি অফ মণিপুর’(The Diary of Manipur) , পরিচালক সনোজ মিশ্র। অর্থাৎ এবার মহাকুম্ভ থেকে ডানা মেলে সোজা মায়ানগরীতে ‘ভাইরাল’ মোনালিসা।

সমাজমাধ্যম (Social media) অতি বিষম বস্তু, কখন যে কী থেকে কী হয়ে যায় আগে থেকেই কেউ টের পায় না। প্রত্যেকদিন কোনও না কোনও কনটেন্ট কারণ ছাড়াই ভাইরাল হয়, আবার হাজার চেষ্টা করেও নিউজফিডের শিরোনামে থাকতে পারেন না অনেকে। কিন্তু মোনালিসার গল্পটা একটু আলাদা। দীর্ঘদিন ধরেই নর্মদার তীরে কিলা ঘাটে ফুলের মালা বিক্রি করেন তিনি। তবে এবারের মহাকুম্ভের মেলায় এ বার প্রয়াগরাজে পুতির মালার পসরা সাজায় কিশোরী, যা বেশ কয়েকজন ভ্লগারের নজরে আসে। ফোকাস পয়েন্ট হয়ে দাঁড়ায় তাঁর চোখ। শুরু হয় ছবি তোলার পালা। পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছয় যে মোনালিসার মুখ ওড়নায় ঢেকে তাঁকে সরিয়ে নিয়ে যান পরিজনেরা। ফলে যথারীতি কুম্ভমেলার ভাইরাল-কন্যার ব্যবসা লাটে ওঠে। কিন্তু এসবের মাঝেই শোনা যায় সিনেমায় ডাক পেয়েছেন ষোড়শী। প্রাথমিকভাবে তাঁর বিপরীতে আল্লু আর্জুনের মতো অভিনেতার নাম এলেও, এখন খবর বলিউডেই নিজের সিনে ক্যারিয়ার শুরু করতে চলেছেন মোনালিসা। মধ্যপ্রদেশের তাঁর গ্রামের বাড়িতে বলিউড পরিচালকের সঙ্গে ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। মনে করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু করবেন সনোজ। তবে মোনালিসা বা তাঁর পরিবার এই নিয়ে একটি শব্দও খরচ করতে রাজি নন।

–

–

–

–

–

–

–

–

–

–