Wednesday, November 5, 2025

তৃণমূলের কড়া অবস্থান: এক দেশ এক ভোট নিয়ে বাড়বে জেপিসির মেয়াদ

Date:

Share post:

চুপি সাড়ে টেবিলের তলায় সিদ্ধান্ত নিয়ে গায়ের জোরে বিল পাস নয়- এক দেশ এক ভোট (One Nation One Election) সংক্রান্ত বিষয় নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আগে দেশের সব রাজ্যে রাজ্যে গিয়ে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে হবে, শিক্ষাবিদ, আইনজীবী, বিদ্বজ্জন সহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিতে হবে, তারপরে সময় নিয়ে তা বিশ্লেষণ করতে হবে, সাফ দাবি জানালো তৃণমূল কংগ্রেস৷ নয়াদিল্লিতে সংসদীয় সূত্রের দাবি, শুক্রবার দিল্লিতে এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল পর্যালোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির (Joint Parliamentary Committee) বৈঠকেই এই দাবি জানান বিরোধী সাংসদরা৷ বিজেপির সাংসদরা চেয়েছিলেন এক দেশ এক ভোট নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের কলেজে কলেজে গিয়ে এই উদ্যোগ সম্পর্কে জনচেতনা বাড়াতে৷ সূত্রের দাবি, এর তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল (TMC) সাংসদরা৷ বিল পর্যালোচনার সময়ে কোনওভাবেই জনচেতনা বাড়ানোর পদক্ষেপকে তারা সমর্থন করেন না, সাফ দাবি জানানো হয় তৃণমূলের তরফে৷

সংসদীয় সূত্রের দাবি, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবং সাকেত গোখলের (Saket Gokhale) দাবি মেনে নিয়েছে জেপিসি৷ সিদ্ধান্ত হয়েছে, সব রাজ্যে গিয়ে প্রথমে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত সংগ্রহ করার পাশাপাশি দেশের প্রাক্তন প্রধান বিচারপতি (CJI), মুখ্য নির্বাচন কমিশনার (CEO, ECI) এবং অন্যান্য কমিশনারদের মতামতও সংগ্রহ করবে জেপিসি (JPC)৷ এই পদক্ষেপ করতে সময় লাগবে জেনেই এক দেশ-এক ভোট সংক্রান্ত জেপিসির মেয়াদ বাড়ানোর বিষয় নিয়েও এদিনের বৈঠকে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে সংসদীয় সূত্রের দাবি৷ জেপিসি (JPC) চেয়ারম্যান পি পি চৌধুরী এই বিষয় নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার (Speaker, Om Birla) সঙ্গে কথা বলবেন বলেও সংসদীয় সূত্রের দাবি৷

উল্লেখ্য, এক দেশ-এক ভোট সংক্রান্ত দুটি বিল নিয়ে আদৌ স্বস্তিতে নেই বিজেপি৷ বৃহষ্পতিবারই সরকারের ডাকা সর্বদল বৈঠকে মোদি সরকারের শরিক জেডি(ইউ) (JDU) দাবি জানিয়েছে এই সংক্রান্ত বিল দুটি পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন৷ কোনওভাবেই যেন কোনও তাড়াহুড়ো না করা হয়, সাফ দাবি জানায় নীতীশ কুমারের (Nitish Kumar) দল৷ এর পরে শুক্রবার জেপিসির বৈঠকে যেভাবে শাসক শিবিরকে চেপে ধরেছেন বিরোধী সাংসদরা, তার পরে জেপিসির পিছু হটা ছাড়া অন্য কোনও পথ ছিল না বলেই রাজনৈতিক মহলের অভিমত৷

এদিকে, ওয়াকফ সংশোধনী বিল (WAQF amendment bill) নিয়ে বিরোধী শিবিরের তরফে যে সব সুপারিশ ও প্রতিবাদ জানানো হয়েছিল ডিসেন্ট নোটের মাধ্যমে, সেগুলিকে খারিজ করেছে শাসক শিবির৷ কি কারণে এই সিদ্ধান্ত তা জানানো হয়নি৷ মোদি সরকারের এই স্বেচ্ছাচারিতার তীব্র সমালোচনা করেছে বিরোধী শিবির৷

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...