Wednesday, November 5, 2025

প্রজেক্ট নয়, মজার নামে অসভ্যতা: ‘ক্লাসরুমে বিয়ে’ নিয়ে সাফ জানাল তদন্ত কমিটি

Date:

Share post:

মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বিয়ের ঘটনায় বিভাগীয় প্রধানের দাবি উড়িয়ে তদন্ত কমিটি জানাল, এটি ‘মজার নামে অসভ্যতা’। এই ঘটনার সঙ্গে প্রজেক্ট বা নাটকের কোনও সম্পর্ক নেই আপাতত অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়কে (Payel Bandopadhyay) ছুটিতেই থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ক্লাসরুমের (Classroom) ভিতরে বিয়ের আসর ‘বর’ কলেজেরই প্রথম বর্ষের ছাত্র (Student)। আর ‘কনে’ অ‌্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়! এই চমকপ্রদ বিয়ের ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয় ‘ম্যাকাউট’-এর হরিণঘাটা ক্যাম্পাসে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, ক্লাসরুমে কনের সাজে দাঁড়িয়ে থাকা অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন এক ছাত্র। এই বিয়ের সাক্ষী ক্লাসের অন্যান্য পড়ুয়ারা। তাঁরা আবার বিভিন্ন রকম নির্দেশ দিচ্ছেন। ছাত্র যথেষ্ট নার্ভাস, তবে অধ্যাপিকা দারুন হাসিখুশি। মঙ্গলবার রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসের অ‌্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের এই ভিডিওটি ভাইরাল (Video Viral) হতেই তুমুল চর্চা। কারণ ভিডিওয় যে ছাত্রকে বর রূপে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে বিভাগীয় প্রধানের বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে বলে বিশ্ববিদ‌্যালয় ক‌্যাম্পাসে কানাঘুষো। ভিডিও ভাইরাল হতে সেই আগুনে ঘি পড়েছে। আর এর পরেই তড়িঘড়ি ওই বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় (University) কর্তৃপক্ষ।

এটিকে প্রথমে প্রজেক্টের অংশ বলে দাবি করেন পায়েল। পরে তিনি বলেন, এটা একটা নাটকের অংশ। তবে বিভাগীয় তদন্ত শুরু হয়। সেই কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দেয় ম্যাকাউট-এর উপাচার্যের কাছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, নাটকের অংশ বলে যে দাবি করেছিলেন পায়েল, সম্পূর্ণ তা খারিজ করে দেওয়া হয়েছে। এটাকে, “মজার নামে অসভ্যতা করা হয়েছে।”

পায়েল বন্দ্যোপাধ্যায় (Payel Bandopadhyay) অবশ্য জানান, “আমার কাছে অফিশিয়ালি এই বিষয়ে কোনও ইনফরমেশন আসেনি। এবং আমার কাছে কোনও মেইলও আসেনি। আমাকে কোনও কিছু জানায়ওনি। যতক্ষণ অবধি অফিশিয়ালি কেউ এই জিনিসটা জানাবে না , ততক্ষণ অবধি এই বিষয়ে কোনও বক্তব্য দেওয়াটা উচিত নয়।”

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...