আবহাওয়ার খামখেয়ালিপনায় জেলায় জেলায় ঊর্ধ্বমুখী পারদ! 

সরস্বতী পুজো কাটতে না কাটতেই হালকা শীতের আভাস মিলেছিল। তবে ঠান্ডার আমেজ উপভোগ করতে চাওয়া বাঙালির জন্য দুঃসংবাদ দিলো হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের খামখেয়ালি আবহাওয়ার জেরে বুথ ও বৃহস্পতিবার ফের ঊর্ধমুখী পারদ। পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হলে খানিকটা পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের কারণে আজ এবং আগামিকাল (৫-৬ ফেব্রুয়ারি) রাজ্যে পারদ ঊর্ধ্বমুখী হবে। আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শীত বিদায় নিতে পারে। উত্তর ভারতে সক্রিয় রয়েছে জেট স্ট্রিম উইন্ড। পূর্ব বাংলাদেশ ও রাজস্থানে তৈরি হয়েছে দুটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার শহরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, দুপুরের পর আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Weather) ১৯.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির ঘরে।