Thursday, August 28, 2025

মঙ্গলগ্রহে বসন্ত এসে গেছে, অনিন্দ্য সুন্দর দৃশ্যের ছবি প্রকাশ নাসার

Date:

Share post:

পৃথিবীর বুকে ভারতে বসন্ত আসতে এখনও বাকি। বিশ্বের সিংহভাগই প্রহর গুনছে বসন্ত আগমনের। তবে পৃথিবীতে বসন্ত জাগ্রত হওয়ার আগেই মঙ্গলগ্রহে (Mars) বসন্ত এসে গেছে। মঙ্গলের দক্ষিণ মেরুর (south pole) একটি দৃশ্যই তা স্পষ্ট করে দিয়েছে।

পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও ঋতু পরিবর্তন (weather change) হয়। শীতে বরফ জমে। গ্রীষ্মে আবার সেই বরফ গলে যায়। তেমনি শীত পেরিয়ে বসন্তের আগমনে গলতে শুরু করেছে মঙ্গলের বরফ। তবে এই বরফ জল থেকে নয়, হয় কার্বন ডাই অক্সাইড থেকে। মঙ্গলের বাতাসে কার্বন ডাই অক্সাইডের (CO2) প্রবল দাপট। সেই কার্বন ডাই অক্সাইডই শীত এলে জমে যায় লাল গ্রহে। আর এই প্রবণতা বেশি দেখা যায় মঙ্গলের দক্ষিণ মেরু অঞ্চলে‌।

শীত এলেই মঙ্গলের (Mars) লালচে পাথুরে মাটির ওপর একটি স্তর পড়তে শুরু করে। তা হল কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ড্রাই আইসের স্তর। সেই সময় মঙ্গলের চেনা লাল মাটি দেখা যায় না। মাটির উপরে স্তর পড়ে মঙ্গলের সে এক অন্য চেহারা। আবার বসন্ত এলেই সেই বরফ গলে পুরনো চেহারা ফিরে পায় লাল গ্রহ। এই পরিবর্তন প্রতি বছর লক্ষণীয় হয়। সম্প্রতি নাসার (NASA) রিকনসেন্স অরবিটার একটি ছবি পাঠিয়েছে। সেই ছবিতেই দেখা যাচ্ছে চমকপ্রদ ঘটনা। বরফের স্তরের কিছু কিছু জায়গা থেকে ফোয়ারার (fountain) মতো বেরিয়ে আসছে গ্যাস আর ধুলো। উপরের আবরণ সরিয়ে স্বচ্ছ হয়ে উঠছে মঙ্গলের মাটি। তা দেখেই বিজ্ঞানীরা জানাচ্ছেন বসন্ত এসে গিয়েছে লাল গ্রহে। পৃথিবীর আগেই বসন্তের সেই শুভাগমন।

নাসার (NASA) বিজ্ঞানীদের ব্যাখ্যা, সূর্যের তাপ যখন প্রখর হতে শুরু করে, তখন স্বচ্ছ বরফের স্তর ভেদ করে সূর্যালোক পৌঁছে যায় মঙ্গলের মাটিতে। মাটি তাতে গরম হয়।

সেই উত্তাপ ওই কার্বন ডাই অক্সাইডের তৈরি ড্রাই আইস (dry ice) গলতে থাকে। বরফ গলে যেমন জল হয়, ড্রাই আইস গলে কিন্তু জল তৈরি হয় না, তৈরি হয় গ্যাস। সেই গ্যাসই ফোয়ারার মতো বেরিয়ে আসতে থাকে। মঙ্গলের বুকে এ এক অনিন্দ্য সুন্দর দৃশ্য।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...