Sunday, August 24, 2025

রোহিতের কাছে ‘ভবিষ্যৎ পরিকল্পনা’ জানতে চাইল বিসিসিআই

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফিই কি রোহিত শর্মার (Rohit Sharma) ভারত অধিনায়ক হিসেবে শেষ অ্যাসাইনমেন্ট? বর্ডার গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়া হারার পর থেকে রোহিতের নেতৃত্ব, ফর্ম নিয়ে কাটাছেঁড়া হচ্ছে। ভারতীয় ক্রিকেট মহলে এমন আলোচনাও হচ্ছে যে আর কতদিন খেলবেন রোহিত শর্মা? আসলে ভারতীয় টিম নিয়ে পরিষ্কার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে চায় বোর্ড। বিসিসিআই তাই কোনও রাখঢাক না করেই রোহিতের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছে।এ বারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির(CHAMPIONS TROPHY) পরই রোহিত শর্মার সঙ্গে বোর্ডের কর্তারা এবং নির্বাচন কমিটি বৈঠক করবে। এ বার দ্রুত গতিতে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের জন্য পরিকল্পনা করতে চাইছে বোর্ড। এবং টেস্ট ক্রিকেটেও একটি ট্রানজিশন পিরিয়ডের প্রক্রিয়া চালু করতে চাইছে বিসিসিআই(BCCI)। এই দুই ফর্ম্যাটে এক স্থায়ী অধিনায়কের ভাবনাও রয়েছে বোর্ডের অন্দরে।

ভারত–ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হবে আগামিকাল, বৃহস্পতিবার। চ্যাম্পিয়নস ট্রফির আগে দুই দলের জন্যই প্রস্তুতির ক্ষেত্র এই সিরিজ। সেই সিরিজের আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা একটি বার্তা পেয়েছেন বিসিসিআই থেকে।৩৭ বছর বয়সী রোহিতকে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি যেন নিজের  ‘ভবিষ্যৎ পরিকল্পনা’ চ্যাম্পিয়নস ট্রফির পরই জানিয়ে দেন। ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি।

গত বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নেন রোহিত। বাকি দুই ফরম্যাটের মধ্যে রোহিতের টেস্ট ভবিষ্যৎও অন্ধকারে। ৩ টেস্টে ৫ ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেন ৩১ রান। তখন থেকেই টেস্টে রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি টেস্ট দলেও পালাবদলের প্রক্রিয়া শুরু করা হবে। এ জন্য দুই সংস্করণেই স্থায়ী অধিনায়ক ঠিক করার কথা ভাবা হচ্ছে। এই পরিকল্পনায় বিরাট কোহলি বিবেচনায় থাকলেও টেস্টে তার ফর্ম ফিরে পাওয়ার জন্য আরেকটু অপেক্ষা করতে চায় বিসিসিআই। ওয়ানডেতে কোহলির ফর্ম নিয়ে ভাবনা নেই বোর্ডের।

আগামী এপ্রিলে আটত্রিশে পা রাখবেন রোহিত। দক্ষিণ আফ্রিকা(SOUTH AFRICA), জিম্বাবোয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে তার বয়স হবে ৪০ বছর। গত চার মাসে টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যায়নি রোহিতের। বর্ডার-গাভাস্কার ট্রফিতে সিডনিতে শেষ টেস্টে খেলেননি খারাপ ফর্মের জন্য। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাটেও খুব বেশি ম্যাচ খেলেননি রোহিত।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...