Sunday, May 4, 2025

পরিচালকদের ছাড়াই সিনেমা- সিরিয়ালের শুটিং, শুক্রবার চেনা ছন্দেই টলিপাড়া

Date:

Share post:

ইচ্ছাকৃতভাবে পরিচালকদের ‘গণছুটি’তেও থেমে থাকলো না বাংলা সিনেমা- সিরিয়ালের শুটিং। বৃহস্পতিবার রাতে ডিরেক্টরস গিল্ড (Directors Guild) সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেয় যে তাঁরা ‘অপমানিত’ বোধ করায় ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই আশংকা বাড়ছিল, তাহলে কি শুক্রবার থেকে লাইট- ক্যামেরা- অ্যাকশনের চেনা ছবিটা দেখা যাবেনা স্টুডিও পাড়ায়? কিন্তু এদিন সকাল হতেই দেখা গেল, পরিচালক- টেকনিশিয়ান দ্বন্দ্বেও থেমে রইল না বাংলা বিনোদন জগত। সহ-পরিচালকদের নেতৃত্বে সিরিয়ালের কাজ চলছে। এমনকি সিনেমার শুটিংও শুরু হয়েছে। যথারীতি ফ্লোরে রয়েছেন অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীরা। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) প্রথম থেকেই জানিয়ে ছিলেন যে কোথাও শুটিং বন্ধ নেই। কাজ চলছে। এদিন তিনি বলেন, FCTWEI-এর এক্তিয়ার নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন তাঁরা ক্ষমতা থাকলে ভোটে জিতে দেখান। প্রায় ৮ হাজার কর্মীদের খেয়াল রাখে ফেডারেশন। পরিচালকরা ইচ্ছাকৃত ভাবে শুটিং বন্ধ করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সমাজমাধ্যমে সেট আর্টিস্টদের অনুপস্থিত হওয়ার কথা জানিয়ে ভিডিও পোষ্ট করেন সিরিয়াল নির্মাতা সৃজিত রায়। এরপর একে একে দাসানি স্টুডিয়ো (Dasani Studio)পৌঁছে যান ডিরেক্টরস গিল্ড সদস্যারা। বৃহস্পতিবার বৈঠকের পর আনন্দবাজার অনলাইনকে ডিরেক্টর্স গিল্ড-এর সভাপতি সুব্রত সেন (Subrata Sen)এবং সম্পাদক সুদেষ্ণা রায় (Sudeshna roy)জানিয়েছিলেন, শুক্রবার থেকে ফ্লোরে যাবেন না পরিচালকেরা। শুক্রবার পরিচালকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্বরূপ। তিনি বলেন, “পরিচালকেরা আমাদের কাজের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু তাঁদেরও আগে নিজেদের কাজের এক্তিয়ার বোঝা উচিত। কারণ আমাদের ২৮টি গিল্ডের মধ্যে তাঁরাও অন্যতম।” পাশাপাশি তিনি জানিয়েছেন যে FCTWEI-কে কিছু না জানিয়েই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা যা সমর্থনযোগ্য নয়। শুক্রবার সন্ধ্যায় সমস্যা সমাধানে মিটিং করতে চলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তার আগে সকাল থেকে নিয়মমাফিক টলিপাড়ায় বেশির ভাগ ধারাবাহিকের শুটিং চলছে।

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...