Thursday, May 15, 2025

সরস্বতীপুজোর বিসর্জন ঘিরে অশান্তি, হুগলিতে আক্রান্ত পুলিশ

Date:

Share post:

বাঙালির উৎসবে প্ররোচনা দিয়ে অশান্তির ঘটনা সাম্প্রতিক সময়ে রীতি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন সর্বত্র সহানুভূতির সঙ্গে সমস্যার সমাধান করা সত্ত্বেও হামলার মুখে পড়তে হচ্ছে পুলিশকে। এবার বেপরোয়া যুবকদের সরস্বতী বিসর্জনে (Saraswati emersion) মাইকের তাণ্ডব বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। হুগলির পাণ্ডুয়ায় (Pundooah) মাথা ফাটল পুলিশের এএসআই-এর।

সরস্বতী পুজো (Saraswati puja) শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ কেটে গেলেও প্রতিমা বিসর্জন শেষ করতে পারেননি পুজো আয়োজকরা অনেক জায়গাতেই। হুগলির পাণ্ডুয়ায় (Pundooah) পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েত এলাকার একটি সরস্বতী বিসর্জনে জোরে মাইক বাজানো নিয়ে গোলমালের সূত্রপাত। স্থানীয়রা পুলিশে অভিযোগ করে। অভিযোগ পেয়ে পুলিশ সেই আয়োজকদের মাইক বাজেয়াপ্ত করতে গেলে পুলিশের উপরই চড়াও হয় আয়োজকরা।

সম্প্রীতির পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বারোয়ারি সরস্বতী পুজোগুলি যাতে সম্পন্ন হয়, তার জন্য একাধিক এলাকায় বাহিনী বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশ। তবে পাণ্ডুয়ায় আগে থেকে কোনও অশান্তির সম্ভাবনা না থাকায় অতিরিক্ত সচেতনতা ছিল না। এদিন পুলিশকে বাধা দিতে পুলিশের উপর পাথর ছুঁড়তে শুরু করে স্থানীয়রা। পাথরের আঘাতে মাথা ফাটে এএসআই (ASI) রাজদেব হাজরার। আহত হন এক ভিলেজ পুলিশকর্মীও। এরপরই গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তবে এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

spot_img

Related articles

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...