Monday, August 25, 2025

বাংলা পক্ষের ‘মাছ ভাত উৎসবে’ বাঙালিয়ানায় ভরসা রাখল বাঙালি

Date:

Share post:

গিরিশ পার্কে বাংলা পক্ষের(bangla pakhkha) তরফে রবিবার মাছ ভাত উৎসব হল।এদিন প্রচুর মাছ নিয়ে আসা হয় এই উপলক্ষ্যে। সেগুলো এখানেই কাটা হয়েছে এবং রান্নার আয়োজন করা হয়েছে। কী ছিল না সেই তালিকায়। রুই, কাতলা, ভোলা, পাবদা থেকে শুরু করে ছিল শুঁটকি মাছও। মাছ ভাত উৎসবের এই এলাহি আয়োজনে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, হঠাৎ করে কেন এমন একটি উৎসবের আয়োজন। সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল বাংলা পক্ষের কর্ণধার গর্গ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তিনি এদিন স্পষ্ট বলেন, বহিরাগতরা ক্ষমতায় এলে বাঙালির খাওয়া-দাওয়ার উপর নানা বাধা-নিষেধ নেমে আসবে, এচা আমরা মানি না। বাংলার মাটিতে মাছ কাটা হচ্ছে এটা বলতে পারাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসলে বাঙালি দেখেইনি বড়বাজারে মাছ কাটা হচ্ছে। বড়বাজার( barobazar) আজ বাঙালি শূন্য। বিজেপির কাউন্সিলর মীনা দেবী পুরোহিত বলেছেন, প্রকাশ্যে মাছ কাটা হচ্ছে। মাছের গন্থে গা ঘিন ঘিন করে ওঠে। আমরা আজকের উৎসবের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাই, এটা আমাদের বাংলা। এখানে মাছ কাটা হবে, মাছ খাওয়া হবে।গা ঘিন ঘিন করলে আসতে পারেন।

তার অভিযোগ, বিহার-গুজরাট-রাজস্থান বা অন্য কোনও রাজ্যে বাঙালিরা যদি গিয়ে সেখানকার মানুষের খাদ্যাভ্যাস নিয়ে কোনও মন্তব্য করে, তাহলে তাদের বিপাকে পড়তে হয়। অথচ এখানে অবলীলায় বাঙালিকে অপমান করা হচ্ছে। তারা আরও অভিযোগ, এমন কিছু স্কুল আছে যেখানে আমিষ খাবার আনতে দেওয়াই হয় না। এই জাতিবিদ্বেষ বাংলার মাটিতে আমরা চলতে দেবো না। এটা বেআইনি, এটা সংবিধান বিরোধী। এটা কিছুতেই আমরা মেনে নেব না। তাই আজকের এই মাছ ভাত উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাঙালিরা এসেছেন।

 

spot_img

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...