Wednesday, November 12, 2025

রানের খরা কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে কী বললেন রোহিত ?

Date:

Share post:

অবশেষে রানের খরা কেটেছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন হিটম্যান। ৯০ বলে খেলেছেন ১১৯ রানের ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই রান যে স্বস্তির তা স্বীকার করে নিলেন রোহিত। বললেন, এ ভাবেই খেলতে চাই। নেমে দলকে জেতাতে চাই।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, “ যখন কেউ এত বছর ধরে খেলে এত রান করেছে, তার মানে সে ব্যাট করতে জানে। আমি জানতাম, কীভাবে রান করতে পারব। সেটাই প্রতি ম্যাচে নেমে করতে চেয়েছি। শুধু ব্যাটে-বলে হচ্ছিল না। এই ম্যাচেও সেটাই করেছি। আলাদা কিছু নয়। প্রতিটা ম্যাচে মাঠে নেমে দলের জন্য রান করতে চেয়েছি। কখনও হয়েছে। কখনও হয়নি। কিন্তু আমার পরিকল্পনা স্পষ্ট ছিল। সেটাই আমার কাছে আসল ছিল। কারণ, এই পরিকল্পনা কাজে লাগিয়েই তো এত বছর রান করেছি। তাহলে এখন কেন পারব না? সেই প্রশ্ন করেছি। মানসিকতা বদলাইনি।“

এখানেই না থেমে রোহিত আরও বলেন, “ আমি শুধু নিজের কাজটা করেছি। এতদিন ধরে খেলছি। একটা বা দুটো ইনিংস আমার জীবন বদলে দেবে না। এ ভাবেই খেলতে চাই। নেমে দলকে জেতাতে চাই। যখন রান পাচ্ছিলাম না, তখনও এই ভাবেই ভেবেছি। এখনও এই ভাবে ভাবছি। কীভাবে ব্যাট করব সেটাকে কয়েক ভাগে ভাগ করে নিয়েছিলাম। পরিবেশকে বুঝে নিয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হয়। চেয়েছিলাম মনঃসংযোগ ধরে রেখে যতটা বেশি সময় সম্ভব ব্যাট করতে। ব্যাটের মাঝখান দিয়ে শট খেলা গুরুত্বপূর্ণ। ওরা চাইছিল আমার শরীর লক্ষ্য করে বল করতে। শট খেলার জায়গা দিতে চাইছিল। আমি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ব্যাট করে চেষ্টা করেছি ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে বার করার। সফলও হয়েছি।“

আরও পড়ুন- রোহিতের ব্যাট হাতে দাপট, এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ভারতের

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...