Thursday, August 21, 2025

প্রথম দিনেই ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী ধরা পড়ল চণ্ডীতলায়

Date:

Share post:

আজ, সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।প্রথম দিনেই ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী ধরা পড়ল চন্ডীতলায়!এদিন চন্ডীতলা গরলগাছা গার্লস হাই স্কুলের এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরিক্ষকদের। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য। জানা গিয়েছে, কুমিরমোরা আর কে এন হাইস্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন ওই তরুনী। পরীক্ষার্থী ভূয়ো জানতে পারার পরই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চন্ডীতলা থানার পুলিশ। তরুনীর পরিচয় কি? কার হয়ে সে পরীক্ষা দিতে এসেছিল খতিয়ে দেখছে প্রশাসন।

যদিও প্রথমে পুরো বিষয়টি অস্বীকার করে ওই তরুণী। কিছুক্ষণ পর পুলিশি জেরায় ভেঙে পড়ে আসল সত্য বলে দেয় সে।প্রকৃত পরীক্ষার্থীর খোঁজ করছে পুলিশ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।আগামী পাঁচ বছর তিনি পরীক্ষা দিতে পারবেন না।

এরই পাশাপাশি, নকল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে এসে হাওড়ায় হাতেনাতে ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী। জানা গিয়েছে, ওই ভুয়ো পরীক্ষার্থীর নাম মৈনাক মান্না। সে নকল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। মাজু আরএন বসু হাইস্কুলের পরীক্ষার্থী হিসেবে ভুয়ো অ্যাডমিট কার্ড তৈরি করে নওপাড়ার ইসলামপুর আদর্শ বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছিল।

পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই পরীক্ষকদের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। এরপরই ভুয়ো অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাজেয়াপ্ত করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মনোনীত হাওড়া জেলার আহ্বায়ক সিরাজুল ইসলাম জানান, ‘ভুয়ো নথিপত্র তৈরি করে ছাত্রটি পরীক্ষা দিতে এসেছিল। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও বালিতে একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর কাছ থেকে স্মার্ট ঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ছাত্রের পরীক্ষাও বাতিল করা হয়েছে।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...