Friday, December 26, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বুমরাহকে নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষায় বোর্ড, তৈরি বিকল্পও

Date:

Share post:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাপিয়ন্স ট্রফির আসর। আর এই টুর্নামেন্ট শুরুর আগে একটাই প্রশ্ন ভারতীয় সমর্থকদের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন যশপ্রীত বুমরাহ। আর এই নিয়ে এল বড় আপডেট। বুমরাহর খেলা নিয়ে এখনও কোন নিশ্চয়তা আসেনি । তাই বিকল্প ক্রিকেটার তৈরি রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সিডনি টেস্টে চোটের পর এখনও মাঠে নামেননি বুমরাহ। এই মুহুর্তে এনসিএতে রয়েছেন তিনি। সেখানেই চিকিৎসা চলছে বুমরাহর। এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বুমরাহকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চলছে। যদি তাঁর খেলার ১ শতাংশ সম্ভাবনাও থাকে তা হলে তাঁকে প্রতিযোগিতায় নিয়ে যাওয়া হবে। কিন্তু যদি কোনও ভাবেই বুমরাহ খেলতে না পারেন, তাহলে পরিবর্ত ঘোষণা করতে হবে। আর এক্ষেত্রে বুমরাহ না খেললে দলে ঢুকবেন হর্ষিত রানা। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় বুমরাহের পরিবর্ত হিসাবে খেলছেন হর্ষিত। এই নিয়ে ওই সূত্র বলেন, “ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিয়ো তুলসী রাম যুবরাজ বুমরাহকে রিহ্যাব করাচ্ছেন। চিকিৎসক নিতিন প্যাটেল ভারতীয় পেসারকে প্রতিটা মুহূর্তে নজরে রেখেছেন। সেই সঙ্গে জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই এবং ফিজিয়ো কমলেশ জৈন খোঁজ নিচ্ছেন বুমরাহের।“

এখানেই না থেমে ওই কর্তা আরও বলেন, “যদি বুমরাহের ১ শতাংশও খেলার সম্ভাবনা থাকে, তাহলে বোর্ড অপেক্ষা করবে। এক দিনের বিশ্বকাপে চোট পাওয়া হার্দিকের পরিবর্ত হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণার নাম ঘোষণার আগে দু’সপ্তাহ অপেক্ষা করা হয়েছিল। বিশ্বকাপের আগে শুভমন যখন অসুস্থ হল তখনও ওর বিকল্প ঘোষণা করা হয়নি। বুমরাহের ক্ষেত্রেও একই পথে হাঁটতে চাইছে বোর্ড। যদি বুমরাহ শেষ পর্যন্ত চোটের কারণে খেলতে না পারে তাহলে তো পরেও টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করে পরিবর্ত ঘোষণা করা যাবে। বোর্ড সেই পথ নিতে চাইছে।“

আরও পড়ুন- কোন ক্লাবে যাচ্ছেন রোনাল্ডো ? এল বড় আপডেট

spot_img

Related articles

খালেদা-পুত্র তারেকের হাতেই কি বাংলাদেশের ভবিষ্যতের চাবি? কোন পথে সমর্থন

কী হবে বাংলাদেশের (Bangladesh) ভবিষ্যৎ? খালেদা-পুত্র তারেক রহমানই (Tarek Rahman) কি আগামী প্রধানমন্ত্রী? এখন এই জল্পনাই এশিয়ার রাজনৈতিক...

সেনাবাহিনীকে জল-লস্যি খাইয়ে জাতীয় পুরস্কার! ভাবতেই পারেনি শ্রবণ

চারিদিকে যখন তখন পাকিস্তানের ড্রোন, মিসাইলের ভয়। আর সবাই যখন ভয়ে ঘরের দরজা বন্ধ করেছিলেন, তখন ছোট্ট শ্রবণ...

সিরিজ জয়ের দিনেই হরমনপ্রীতের রেকর্ড, ধাক্কা কাটিয়ে রানে ফিরতে ব্যর্থ স্মৃতি

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি২০  ম্যাচে ৮ উইকেটে জিতল ভারতীয় মহিলা দল। সেই সঙ্গে সিরিজও জিতে নিল ভারত। তবে...

বাংলাদেশ হাই কমিশন ভয় পেয়েছে শুভেন্দুকে! শহরে ফের হাঙ্গামায় দিল্লির রাস্তা দেখালো তৃণমূল

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশকে ইস্যু করে ধর্মীয় বিভাজনে তৎপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই যে কোনওভাবে বাংলাদেশের...