Monday, November 10, 2025

বাংলাকে বঞ্চনা কেন? রাজ্যসভায় ডেরেকের তোপে চুপ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Date:

Share post:

বাংলা বিরোধী বাজেট নিয়ে বারবার বাংলাকেই অন্যায়ভাবে আক্রমণ করতে গিয়ে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানের তোপের মুখে পড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বৃহষ্পতিবার রাজ্যসভায় বাজেট নিয়ে জবাবি ভাষণ দেন নির্মলা, যেখানে ফের বাংলাকে নিশানা করার চেষ্টা করেন তিনি৷ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সরাসরি নির্মলাকেই নিশানা করেন ডেরেক ও ব্রায়ান৷

বাজেট প্রসঙ্গে তিনটি প্রশ্ন তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জবাব চান তিনি। মনরেগা খাতে বাংলার প্রাপ্য ৭৫০০ কোটি, আবাস যোজনায় প্রাপ্য ৮০০০ কোটি টাকা৷ হ্যাঁ কি না? বাংলা সরকারি নিয়ম মেনে ৯৯ শতাংশ পদক্ষেপ করেছে, তারপরেও কেন বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে? বাংলার ১ লক্ষ ৭ হাজার কোটি টাকা কেন আটকে রাখা হচ্ছে, কেন বাংলার সঙ্গে এই ভাবে অর্থনৈতিক অবরোধ করা হচ্ছে? প্রশ্ন তোলেন ডেরেক৷

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানের এই তিনটি প্রশ্নের একটিরও কোনও সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ উল্টে মুখ বাঁচানোর উদ্দেশ্যে তিনি দাবি করতে থাকেন ডেরেক ও ব্রায়ান রুল মেনে কথা বলছেন না৷ এর পাল্টা দিয়ে ডেরেক জানান, তিনি রাজ্যসভার রুল ২৩৯ অনুযায়ী বক্তব্য রাখছেন৷ রুল ৩২০ অনুযায়ী সংসদ কক্ষে দাঁড়িয়ে কোনও রাজ্যকে নিশানা করা যায় না, সাফ দাবি জানান ডেরেক ও ব্রায়ান৷ ডেরেক আইন মেনে কথা বলছেন বুঝতে পেরে চুপ করে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ বাংলার মানুষকে বঞ্চিত করে এই ভাবে গোটা দেশকে বিভ্রান্ত করতে পারে না মোদি সরকার, দাবি জানান ডেরেক৷

এর পরেই দলগত প্রতিবাদ জানিয়ে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা৷ কিছুক্ষণের মধ্যেই রাজ্যসভা কক্ষ থেকে ওয়াক আউট করে গোটা বিরোধী শিবির৷ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান এদিন যেভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চেপে ধরেছেন সংসদ কক্ষে, তার ভূয়সী প্রশংসা করেছে গোটা বিরোধী শিবির৷

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই শুরু বোর্ডের নতুন নির্দেশিকা, রোহিত-বিরাটদের সঙ্গে যেতে পারবে না তাদের পরিবার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...