Friday, December 19, 2025

সার্ভে পার্কে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে জালিয়াতি, গায়েব লক্ষাধিক টাকা

Date:

Share post:

কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম (SBI ATM) থেকে টাকা তুলতে গিয়ে বিপত্তি! এটিএম-এর টোল ফ্রি নাম্বারে প্রতারণার অভিযোগ। সার্ভে পার্কে (Survey Park Area) এলাকায় SBI এটিএম-এ টাকা তুলতে গিয়ে কার্ড আটকে যায় অভিযোগকারীর। বুথের মধ্যে থাকা টোল ফ্রি নাম্বারে (Toll free no) ফোন করতেই দু’ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা। তদন্তে নেমেছে সার্ভে পার্ক থানার পুলিশ (Survey Park Police)।

খাস কলকাতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে টোল ফ্রি নম্বর ঢেকে দিয়ে জাল নম্বর দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতারিত দুই গ্রাহক। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সার্ভে পার্ক থানা এলাকার কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়ে বিপত্তিতে পড়েন দুই গ্রাহক। অভিযোগ, এটিএম এ কোন নিরাপত্তা রক্ষী ছিলেন না। টাকা তোলার জন্য পিন দেওয়ার পরেও টাকা না বেরিয়ে কার্ড আটকে যায়। এরপর বুথে থাকা ট্রোল ফি নম্বরে (Toll free no) ফোন করেন তাঁরা। ফোন কল থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী, মোবাইলের নানা অপশনের ক্লিক করার কয়েক ঘণ্টার মধ্যে অভিযোগকারীদের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। তদন্ত নেমে পুলিশ জানিয়েছে বুথের ভেতরে ব্যাংকের আসল টোল ফ্রি নম্বর আড়াল করে নিজেদের নম্বর রেখে দিয়েছিল জালিয়াতরা। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমে এমন ঘটনা ঘটায় চিন্তায় এসবিআই গ্রাহকরা। এর পাশাপাশি হাওড়ায় আন্দুল রোডের ধারে এটিএম-এর মেশিন কেটে রাস্তায় ফেলে রাখার ঘটনাও ঘটেছে।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...