Thursday, November 6, 2025

প্রতুলদা অমর, যতদিন বাংলা গান থাকবে ততদিন বেঁচে থাকবেন

Date:

Share post:


ব্রাত্য বসু, মন্ত্রী

প্রতুল মুখোপাধ্যায়। আমাদের প্রতুলদা চলে গেলেন। কিন্তু তিনি অমর। যতদিন বাংলা গান থাকবে, বাঙালির গান থাকবে- ততদিন প্রতুলদা বেঁচে থাকবেন।

প্রতুলদাকে (Patul Maukharjee) যখন প্রথম দেখি তখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। ডিরোজিও হল, তখন বেকার হল ছিল সেখানে গান গাইতে আসতেন। তাঁর গানের অন্যতম বৈশিষ্ট্য ছিল, তিনি কোনও যন্ত্রানুষঙ্গ নিতেন না। একবার আমারই একটি অনুষ্ঠানে এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করলে প্রতুলদা বলেন, পাখি যে গান গায়, তার কি কোনও মিউজিক লাগে! এটাই ছিলেন প্রতুলদা। প্রকৃত রূপ-রস-গন্ধ-মাটি-বাংলা মাখা এক সহজ জীবন ছিল তাঁর।

প্রতুলদার একটা নির্দিষ্ট রাজনৈতিক কমিটমেন্ট ছিল। অসম্ভব ভালবাসতেন, নির্ভর করতেন, স্নেহ করতেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর চিকিৎসার সব ব্যয়ভার বহন করেছে আমাদের সরকার। কিন্তু তার থেকেও বড় কথা হল প্রতুলদা এত বড় শিল্পী হয়েও  মা-মাটি-মানুষের পাশে থেকেছেন। নানা ভাবে আমি তাঁকে দেখেছি- কখনও নন্দীগ্রামে, কখনও সিঙ্গুরে, কখনও সরকার তৈরি হওয়ার পরে। সরকারে বিভিন্ন জনমূখী প্রকল্পের প্রচারে।

২০০৯-১০ সালে ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষ্যে দেশপ্রিয় পার্ক অনুষ্ঠানের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে প্রতুল দা গাইতেন। এবার ভাষা দিবস-এ আমরা আর শুনতে পাব না- “আমি বাংলায় গান গাই…. আমি বাংলার গান গাই”। আমাদের প্রাণের মানুষ চলে গেলেন। তবে, প্রতুলদা অমর। যতদিন বাংলার গান, বাঙালির গান থাকবে, ততদিন তিনি বেঁচে থাকবেন।

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...