Sunday, January 11, 2026

বকেয়া অর্থে ছাড় নয়, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে স্পষ্ট বার্তা আদানি গোষ্ঠীর

Date:

Share post:

অন্ধকারে ডুবতে বসেছে বাংলাদেশ (Bangladesh power supply)! পদ্মাপাড়ে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কর বা বকেয়া অর্থে কোনও ছাড় দিতে রাজি নয় ভারতের আদানি গোষ্ঠী। ঢাকার অনুরোধ নাকচ করে স্পষ্ট বার্তা দিয়েছে গৌতম আদানির সংস্থা আদানি পাওয়ার (Adani Power)। বিপাকে ইউনূস সরকার।

২০১৭ সালের চুক্তি অনুসারে, ঝাড়খণ্ডের গোড্ডায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সারা বাংলাদেশে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করে আদানি গোষ্ঠী। ২৫ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের কাছে আদানিদের বিদ্যুতের খরচ বাবদ বকেয়া রয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি। এই বিপুল বকেয়ার কথা মাথায় রেখে এবং শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় সরবরাহের পরিমাণ অর্ধেক করার কথা জানিয়েছিল ঢাকা (Bangladesh power development board)। গত নভেম্বর থেকে বাংলাদেশে একটি ইউনিট চালু রেখেছিল আদানি পাওয়ার(Adani Power)। পাশাপাশি বিপুল বকেয়া পরিশোধের জন্য গৌতম আদানির সংস্থার কাছ থেকে ক্রমাগত তাড়া দেওয়া হচ্ছে ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকারকে। কিন্তু টাকা মেটানোর পরিবর্তে গ্রীষ্মকালীন চাহিদার কথা মাথায় রেখে আদানি পাওয়ারকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ করেছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (BPDB)। সূত্রের খবর এবার আর এই অনুনয় মানতে রাজি নয় ভারতের বিদ্যুৎ সংস্থা। এখানেই শেষ নয় বাড়তি কর ছাড় এবং মোট বকেয়া অর্থে ছাড়ের অনুরোধও করেছিল ঢাকা। সূত্র বলছে, আদানিরা এ বার বাংলাদেশকে সামান্যতম ছাড় দিতেও রাজি হয়নি।অক্টোবরেই প্রতিবেশী রাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছিল, টাকা না-মেটালে চুক্তির শর্ত মেনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। বিপিডিবি-র কোনও কর্তা এ বিষয়ে মন্তব্য করতে চাননি। আগামী মঙ্গলবার বৈঠক হওয়ার কথা রয়েছে। কী সিদ্ধান্ত গৃহীত হয় সেটাই দেখার।

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...