Saturday, November 8, 2025

আজ মিনি ডার্বি, মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান, সম্মান ফেরানোর লড়াইয়ে অস্কার

Date:

Share post:

আজ আইএসএল-এ মিনি ডার্বি। মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি-মহামেডান স্পোর্টিং ক্লাব। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ময়দানের দুই বড় ক্লাব আইএসএলে মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টায়। সুপার সিক্সের রাস্তা কার্যত বন্ধ ইস্টবেঙ্গলের। অন্যদিকে, মহামেডান শেষ তিন ম্যাচে ১০ গোল হজম করে লিগের ‘লাস্ট বয়’ হিসেবে জাঁকিয়ে বসেছে। এই পরিস্থিতিতে রবিবার যুবভারতীর মিনি ডার্বিতে ১১ বনাম ১৩-র লড়াই।

শুক্রবার ইস্টবেঙ্গলের অনুশীলনে কর্তা, ফুটবলারদের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ দেখিয়েছেন সমর্থকদের একটা অংশ। মহামেডান দ্বৈরথের আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বললেন,‘‘সমর্থকদের ক্ষোভ প্রকাশ করার সম্পূর্ণ অধিকার রয়েছে। আমরা ভাল খেলতে পারছি না। কোচ হিসেবে আমি আগের ম্যাচের পারফরম্যান্সে লজ্জিত। আমাদের আত্মসমালোচনা করা উচিত। বুঝতে হবে, এভাবে যখন হারছি তখন ইস্টবেঙ্গল ক্লাবে থাকার যোগ্য নই আমরা। এই ক্লাব কখনও শেষ স্থানের জন্য লড়াই করতে পারে না। সমর্থকরা যন্ত্রণার বহিঃপ্রকাশ দেখাচ্ছে মানে, আমরা নিজেদের কাজটা করছি না। এই সমালোচনা আমাদের মেনে নিতে হবে। তবে এটা চাপ নয়, বরং আমাদের কাছে অনুপ্রেরণা।” অস্কার আরও বলেন, ‘‘আমরা এখন সম্মান ফেরানোর লড়াই করছি। দলের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছি। মহামেডানও সমস্যার মধ্যে রয়েছে। তবে আমরা নিজেদের নিয়েই ভাবছি।

এদিকে চোট সমস্যায় রিচার্ড সেলিস, সাউল ক্রেসপো, জিকসন সিংকে এই ম্যাচে পাবে না ইস্টবেঙ্গল। চোটের কারণে নাওরেম মহেশও শনিবার অনুশীলন করেননি। কার্ড সমস্যায় নেই লালচুংনুঙ্গা। মহামেডান চমক দিতে চায় ইস্টবেঙ্গলকে হারিয়ে। সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদার আইএসএলে অভিষেক হতে পারে সাদা-কালো জার্সিতে। কোচ মেহরাজউদ্দিন বললেন, ‘‘আশা করি, ইস্টবেঙ্গল ম্যাচে অন্য মহামেডানকে দেখা যাবে।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...