Saturday, August 23, 2025

আজ মিনি ডার্বি, মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান, সম্মান ফেরানোর লড়াইয়ে অস্কার

Date:

Share post:

আজ আইএসএল-এ মিনি ডার্বি। মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি-মহামেডান স্পোর্টিং ক্লাব। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ময়দানের দুই বড় ক্লাব আইএসএলে মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টায়। সুপার সিক্সের রাস্তা কার্যত বন্ধ ইস্টবেঙ্গলের। অন্যদিকে, মহামেডান শেষ তিন ম্যাচে ১০ গোল হজম করে লিগের ‘লাস্ট বয়’ হিসেবে জাঁকিয়ে বসেছে। এই পরিস্থিতিতে রবিবার যুবভারতীর মিনি ডার্বিতে ১১ বনাম ১৩-র লড়াই।

শুক্রবার ইস্টবেঙ্গলের অনুশীলনে কর্তা, ফুটবলারদের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ দেখিয়েছেন সমর্থকদের একটা অংশ। মহামেডান দ্বৈরথের আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বললেন,‘‘সমর্থকদের ক্ষোভ প্রকাশ করার সম্পূর্ণ অধিকার রয়েছে। আমরা ভাল খেলতে পারছি না। কোচ হিসেবে আমি আগের ম্যাচের পারফরম্যান্সে লজ্জিত। আমাদের আত্মসমালোচনা করা উচিত। বুঝতে হবে, এভাবে যখন হারছি তখন ইস্টবেঙ্গল ক্লাবে থাকার যোগ্য নই আমরা। এই ক্লাব কখনও শেষ স্থানের জন্য লড়াই করতে পারে না। সমর্থকরা যন্ত্রণার বহিঃপ্রকাশ দেখাচ্ছে মানে, আমরা নিজেদের কাজটা করছি না। এই সমালোচনা আমাদের মেনে নিতে হবে। তবে এটা চাপ নয়, বরং আমাদের কাছে অনুপ্রেরণা।” অস্কার আরও বলেন, ‘‘আমরা এখন সম্মান ফেরানোর লড়াই করছি। দলের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছি। মহামেডানও সমস্যার মধ্যে রয়েছে। তবে আমরা নিজেদের নিয়েই ভাবছি।

এদিকে চোট সমস্যায় রিচার্ড সেলিস, সাউল ক্রেসপো, জিকসন সিংকে এই ম্যাচে পাবে না ইস্টবেঙ্গল। চোটের কারণে নাওরেম মহেশও শনিবার অনুশীলন করেননি। কার্ড সমস্যায় নেই লালচুংনুঙ্গা। মহামেডান চমক দিতে চায় ইস্টবেঙ্গলকে হারিয়ে। সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদার আইএসএলে অভিষেক হতে পারে সাদা-কালো জার্সিতে। কোচ মেহরাজউদ্দিন বললেন, ‘‘আশা করি, ইস্টবেঙ্গল ম্যাচে অন্য মহামেডানকে দেখা যাবে।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...