Saturday, November 8, 2025

দক্ষিণ ২৪ পরগনার গোচরণে নবকলেবরে হাসপাতাল, চলবে স্বাস্থ্যসাথীও

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার গোচরণ এলাকার মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে নবকলেবরে সেজে উঠল ১০০ শয্যা বিশিষ্ট নর্থ পয়েন্ট মাল্টিস্পেশালিটি হাসপাতাল (North Point Multispecialty Hospital)। কলকাতা মেডিক্যাল সেন্টার অ্যান্ড হসপিটালের (Kolkata Medical Centre & Hospital) সহযোগিতায় ডাক্তার অভিষেক দাসের উদ্যোগে নতুন রূপে সজ্জিত এই হাসপাতালের মূল উদ্দেশ্য স্বল্প খরচে মানুষকে পরিষেবা দেওয়া। মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধাও। খুব দ্রুত ডায়ালিসিস ব্যবস্থা চালু হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), ডাক্তার অভিষেক দাস-সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, অ্যাডমিনে ডিপার্টমেন্টের লোকেরাও।

রবিবার নর্থ পয়েন্ট মাল্টিস্পেশালিটি হাসপাতালে উপস্থিত হয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)সব ব্যবস্থাপনা ঘুরে দেখেন। তিনি বলেন, গোচরণ এলাকার মানুষকে ভালো রাখতে সঠিক মানের স্বাস্থ্য পরিষেবা দিতে কলকাতা মেডিক্যাল সেন্টারের সহযোগিতায় ডাক্তার অভিষেক দাসের (Abhishek das)সহানুভূতিশীল ভাবনা আর উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। একজন ডাক্তার এবং তাঁর টিম কলকাতার পাশাপাশি জেলায় স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে চাইছেন এটা অত্যন্ত ইতিবাচক মানসিকতা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের গ্রেড অনুযায়ী চিকিৎসা করা যাবে বলেও জানান কুণাল। এদিন ব্যক্তিগত অনুভুতির কথা শেয়ার করে এই এলাকা দিয়ে তাঁর দেশের বাড়ি মগরাহাটে যাওয়ার স্মৃতিও ভাগ করে নেন তৃণমূল নেতা। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যের সরকারি হাসপাতালের মান ও পরিকাঠামো উন্নতির কথাও বলেন তিনি।

নবকলেবরে সজ্জিত নর্থ পয়েন্ট মাল্টিস্পেশালিটি হাসপাতালে সবরকমের প্যাথলজি, ডায়াগনেস্টিক, মেডিসিন, অরথোপেডিক, গাইনোকলজি পরিষেবা দেওয়া হচ্ছে। কয়েকদিনের মধ্যেই সিটি স্ক্যান চালু হতে চলেছে। দ্রুত হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। চিকিৎসক অভিষেক দাস জানান, দক্ষিণ ২৪ পরগনার গোচরণ-সহ আশপাশের গ্রামের মানুষকে স্বল্প মূল্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই হাসপাতালকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। শহরের মাল্টিস্পেশালিটি হাসপাতালের সব পরিষেবাই এখন থেকে মিলবে গোচরণে।

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...