Monday, November 10, 2025

প্রয়াগের জল দূষিত জেনেও পুণ্যের প্রলোভন! কেন্দ্রের রিপোর্টে জলদূষণের প্রমাণ

Date:

Share post:

ন্যাশানাল গ্রিন ট্রাইবুনালের (NGT) নির্দেশিকা না মেনেই প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থীকে প্রতিদিন প্রয়াগরাজে (Prayagraj) আমন্ত্রণ জানিয়েছে ডবল ইঞ্জিন যোগী সরকার। এবার কেন্দ্রের রিপোর্টেই প্রকাশ, প্রয়াগরাজের সংগমের কোনও অংশের জলই নিরাপদ নয়। তাতে এমন ব্যাকটেরিয়া (bacteria) রয়েছে যা শরীরে বিভিন্ন রোগ ছড়ানোর জন্য দায়ী। এমনকি যোগী সরকার গ্রিন ট্রাইবুনালের নির্দেশে জলের রিপোর্টও পাঠায়নি, যারা জন্য উত্তরপ্রদেশের আধিকারিকদের তলব করে এনজিটি (NGT)। হাজার কোটি খরচ করে সংগমের জল পরিষ্কার করার যে উদ্যোগ নিয়েছিল উত্তরপ্রদেশ সরকার সেই টাকা কোথায় খরচ হল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

মহাকুম্ভের (Mahakumbh) প্রস্তুতির সময় ডবল ইঞ্জিন সরকার সংগমে গঙ্গা ও যমুনার জলে দূষণ নিয়ন্ত্রণের জন্য ১,৬০০ কোটি বরাদ্দ করেছিল। সেই মতো ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার (Bhabha Atomic Research Centre), এমনকি ইসরো-র (ISRO) সঙ্গে মানুষের মল-মূত্র পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়। এই নিয়ে ২৩ ডিসেম্বর এনজিটি-র তরফে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) ও উত্তরপ্রদেশ পলিউশন কন্ট্রোল বোর্ডকে (UPPCB) ৩১ জানুয়ারি ও ২৮ ফেব্রুয়ার রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রের সংস্থা নির্দেশ মেনে প্রয়াগরাজের (Prayagraj) বিভিন্ন এলাকা থেকে জল সংগ্রহ করে তার বিস্তারিতসহ দূষণের মাত্রা পেশ করেছে এনজিটি-র কাছে। কিন্তু উত্তরপ্রদেশ সরকার পেশ করেনি সেই রিপোর্ট। বদলে একটি চিঠি ও কিছু জলের নমুনার তথ্য পেশ করা হয়েছে বলে অভিযোগ এনজিটি-র।

কেন রিপোর্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে যোগী সরকার, তা স্পষ্ট কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রক সংস্থার রিপোর্টে। সেখানে বলা হয়েছে সংগমের প্রতিটি অংশের জলেই অতিরিক্ত মাত্রায় ফেকাল কলিফর্ম ব্যাকটেরিয়া (faecal coliform) উপস্থিত। জলে এই ব্যাকটেরিয়া উপস্থিত থাকার অর্থ জলে মানুষের মল-মূত্র থেকে তৈরি দূষিত পদার্থ মিশেছে। প্রতি ১০০ মিলিতে ২৫০০ ব্যাকটেরিয়ার মাত্রার থেকে অনেক বেশি ফেকাল ব্যাকটেরিয়া উপস্থিত বলে দাবি, কেন্দ্রের সংস্থার। দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত জলের নমুনা সংগ্রহ করেছিল। যদিও তারপরে আরও কোটি কোটি মানুষ বিশেষত প্রধানমন্ত্রী সংগমে ডুবের পরে অনুপ্রাণিত হয়ে প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন।

এরপরেও সতর্ক হয়নি যোগী প্রশাসন। এমনকি গ্রিন ট্রাইবুনালের (NGT) নির্দেশ অমান্য করে রিপোর্ট পেশেরও ধার ধারেনি তারা। ফলে বুধবার যোগী সরকারের আধিকারিকদের এনজিটি-র সামনে ভার্চুয়ালি উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফেকাল কলিফর্ম (faecal coliform) ব্যাকটেরিয়া জলে উপস্থিত থাকলে তা শরীর প্রবেশ করলে শরীরে বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার জন্ম দেয়। যার ফলে টাইফয়েড, হেপাটাইটিসের মতো রোগও ছড়ানোর সম্ভাবনা থাকে।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...