Thursday, November 6, 2025

চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে জয় রিয়ালের, ম্যানসিটিকে হারাল ৩-১ গোলে, হ্যাটট্রিক এমবাপের

Date:

Share post:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে জয় রিয়াল মাদ্রিদের। বলা ভালো কিলিয়ান এমব্যাপের ঝড়ে উড়ে গেল ম্যাঞ্চেস্টার সিতি। বুধবার রাতে ম্যান সিটিকে হারাল ৩-১ গোলে। রিয়ালের হয়ে হ্যাটট্রিক এমবাপের। এই জয়ের ফলে দুই পর্ব মিলিয়ে ৬-৩ গোলে জিতে প্লে-অফের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল এমবাপেরা।

ম্যাচে শুরু থেকে দাপট দেখায় রিয়াল। ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দলকে এগিয়ে দেন এমবাপে। অ্যাসেনসিওর অবিশ্বাস্য পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি প্রাক্তন পিএসজি তারকা। এরপর ম্যাচের ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই এমব্যাপে। রিয়ালের দ্বিতীয় রাউন্ডে ওঠা অনেকটাই নিশ্চিত করেন এই ফরাসি মহাতারকা। রদ্রিগোর বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে রিয়ালকে ২-০ গোলে এগিয়ে দেন এমবাপে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে রিয়াল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে রিয়াল মাদ্রিদ। যার ফলে ম্যাচের ৬১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের অতিরিক্ত সময় ব্যবধান কমায় ম্যানসিটি। ৯২ মিনিটে নিকো গঞ্জালেসের গোল শুধু সিটির হারের ব্যবধানই কমিয়েছে। শেষমেশ ম্যাচ শেষ হয় ৩-১ গোলে। ম্যাচে হ্যাটট্রিক এমবাপের। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হ্যাট্রটিক করলেন এমবাপে। চলতি মরশুমে মেগা টুর্নামেন্টে তাঁর গোলসংখ্যা সাত।

ম্যানসিটির বিরুদ্ধে হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত এমব্যাপে। ম্যাচের পর তিনি বলেন, “ আমরা জেতার জন্য মরিয়া ছিলাম। কারণ রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলবে, এটাই যুক্তিসঙ্গত ব্যাপার। তাছাড়া রিয়াল মাদ্রিদে খারাপ খেলতে আসিনি। স্বপ্নপূরণ করা আলাদা ব্যাপার। তবে এই ক্লাবের হয়ে ভাল খেলাই লক্ষ্য।“

আরও পড়ুন- ফের দেশের জার্সিতে মাঠে , চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে আবেগে ভাসলেন শামি

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...