Monday, November 10, 2025

জীবনানন্দকে চেনার-জানার এখনও অনেক বাকি, জন্মদিন উদযাপনে একই সুর প্রচেত-সুবোধের

Date:

Share post:

কবি জীবনানন্দ দাশের(post jibanananda dash) ১২৬তম জন্মদিন উদযাপন হল পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমিতে। বৃহস্পতিবার কবির ছবিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছিলেন কবি সুবোধ সরকার ও প্রচেত গুপ্ত।

জীবনানন্দ ১৮৯৯ সালের এই দিনে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। এদিন কবির স্মরণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিনের সভায় মুখ্য বক্তা হিসাবে ছিলেন কবি প্রচেত গুপ্ত। তিনি বলেন, কবি জীবনানন্দ দাশকে চেনার ও জানার এখনও অনেক বাকি। এদিন একটি অত্যন্ত প্রশংসিত বই ‘ক্লিনটন বি. সিলি-র’ ‘আ পোয়েট অ্যাপার্ট’ নিয়েও আলোচনা হয় । কিভাবে একজন ভিনদেশি মানুষ হয়ে শুধুমাত্র জীবনানন্দকে ভালোবেসে কবির শিল্পসম্মত বিকাশ এবং তার সাহিত্য বিশ্বের দরবারে পৌঁছেছেন, তা প্রশংসার যোগ্য।

কবি সুবোধ সরকার বলেন, আমরা প্রতি বছরই তাঁর জন্মদিন পালন করি কিন্তু তাঁর প্রতি ভালোবাসা প্রতিবছর বাড়ছে। শুধু দেশ নয় বিদেশেও তিনি সমান জনপ্রিয় ছিলেন। তাঁর কবিতা ও তাঁর ভাবনায় মুগ্ধ হয়েছে সকল কবিতাপ্রেমী। তবে শুধু বাংলাতেই নয় ইংরেজি ও ফরাসিসহ কয়েকটি ইউরোপীয় ভাষায় তাঁর কবিতা অনূদিত হয়েছে। তাঁর মৃত্যুর পর আবিষ্কৃত হয় অজস্র গল্প ও উপন্যাস।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, জীবনানন্দের সৃষ্টি আজও মানুষের মননে। দেশ ছাড়িয়ে তা সৃষ্টি বিদেশেও সমানভাবে সমাদৃত। শুধুমাত্র কবিতা নয়, তিনি গল্প এবং উপন্যাস লিখেছেন।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...