Tuesday, November 11, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগিয়ে ভারত, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়াকে বিশেষ পরামর্শ মহারাজের

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতিমধ্যে প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ২৩ ফেব্রুয়ারি মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে এই ম্যাচে ভারতকে নিয়ে একদমই উদ্বিগ্ন নন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বরং জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে টিম ইন্ডিয়া।

এই নিয়ে এক সাক্ষাৎকারে মহারাজ বলেন, “ সাদা বলের ক্রিকেটে এখন ভারত ভীষণ শক্তিশালী দল। ভারতের প্রতিভার অভাব নেই। বাংলাদেশের বিরুদ্ধে খানিকটা বোঝা গিয়েছে। এই দলটা সত্যিই দারুণ। পাকিস্তানের বিরুদ্ধেও না জেতার কোন কারণ দেখছি না। ভারতের এই দলকে হারাতে হলে পাকিস্তানকে দারুণ কিছু করতে হবে । পাকিস্তান স্পিনের বিরুদ্ধে একেবারেই খেলতে পারছে না। আর সেখানে ভারতের হাতে অক্ষর, জাদেজা, কুলদীপরা আছে। আমার মনে হয়, দুবাইয়ের পিচে বল সামান্য ঘুরবে। ভারত এই কম্বিনেশন নিয়েই নামবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এই দলের অনেকেই ছিল না। তাও ৪-১ ব্যবধানে জিতেছে। আর একদিনের সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে। ভারতে অনেক ভাল ক্রিকেটার রয়েছে। এটা আমাদের পরিকাঠামোর সুফল।“

পাকিস্তানের বিরুদ্ধে কি প্রথম একাদশে বদল দরকার? এই প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ দুবাইয়ের পিচে ব্যাট করা সহজ নয়। স্পিনারেরা সুবিধা পাবে। অর্শদীপ সিং-এর খেলার সম্ভাবনা দেখছি না। তিন জন স্পিনার থাকবেই দলে। কারণ পাকিস্তানের ব্যাটারেরা স্পিনের বিরুদ্ধে খুব ভাল নয়। হার্দিক থাকবে তৃতীয় পেসার হিসাবে। জেতা দলে পরিবর্তনের প্রয়োজন নেই।“

বাংলাদেশের বিরুদ্ধে রান পাননি বিরাট কোহলি। দীর্ঘদিন ধরে ব্যাটে রান নেই বিরাটের। যদিও এই নিয়ে ভাবছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে তিনি বলেন, “ কোহলির মতো ক্রিকেটারকে নিয়ে ভাবার কিছু নেই। ও জানে কী করে সমস্যা কাটিয়ে উঠতে হয়।“

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট, কি সেই রেকর্ড ?

spot_img

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...