Saturday, August 23, 2025

হাওড়ার হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে মধ্যস্থতা পিএইচএ-র, উঠলো বিক্ষোভ

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) তৎপরতায় হাওড়ার (Howrah) মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পড়ুয়াদের বিক্ষোভ উঠল। বেশ কিছু বিষয় নিয়ে এই কলেজের ছাত্রছাত্রীরা কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পঠনপাঠন থেকে পরিষেবা ব্যাহত হচ্ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেয় তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্ব।

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল এবং প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) তরফে ডাঃ সুব্রত মন্ডল ও ডাঃ শুভ্রাঙ্গ চট্টোপাধ্যায় ওই কলেজে যান। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন মন্ত্রী মনোজ তিওয়ারির (Manoj Tewari) আপ্তসহায়ক পীযূষ মিশ্র ও শিবপুরের যুব তৃণমূলের নেতৃত্ব। ছাত্রছাত্রীদের দাবিদাওয়া অত্যন্ত গুরুত্ব ও সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তাঁরা।

তৃণমূল নেতৃত্ব ও প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) আশ্বাসের পর অবস্থান-বিক্ষোভ প্রত্যাহার করে নেন ছাত্রছাত্রীরা। টিএমসিপির (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘দলের নির্দেশে আমরা ওই কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনি। দ্রুত সমাধানের ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়। বিক্ষোভরত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিই। এরপরই ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নেন। ওদের সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে। আমরা পরিস্থিতির ওপর সবসময় নজর রাখছি।’ স্থানীয় বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারি বলেন,‘আমরা সবাই পড়ুয়াদের পাশে আছি। ওদের সমস্যার দ্রুত সমাধান করা হচ্ছে। ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নিয়ে পঠনপাঠন শুরু করেছেন। পরিষেবাও স্বাভাবিক হয়ে গেছে।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...