Saturday, May 3, 2025

হাওড়ার হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে মধ্যস্থতা পিএইচএ-র, উঠলো বিক্ষোভ

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) তৎপরতায় হাওড়ার (Howrah) মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পড়ুয়াদের বিক্ষোভ উঠল। বেশ কিছু বিষয় নিয়ে এই কলেজের ছাত্রছাত্রীরা কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পঠনপাঠন থেকে পরিষেবা ব্যাহত হচ্ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেয় তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্ব।

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল এবং প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) তরফে ডাঃ সুব্রত মন্ডল ও ডাঃ শুভ্রাঙ্গ চট্টোপাধ্যায় ওই কলেজে যান। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন মন্ত্রী মনোজ তিওয়ারির (Manoj Tewari) আপ্তসহায়ক পীযূষ মিশ্র ও শিবপুরের যুব তৃণমূলের নেতৃত্ব। ছাত্রছাত্রীদের দাবিদাওয়া অত্যন্ত গুরুত্ব ও সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তাঁরা।

তৃণমূল নেতৃত্ব ও প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) আশ্বাসের পর অবস্থান-বিক্ষোভ প্রত্যাহার করে নেন ছাত্রছাত্রীরা। টিএমসিপির (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘দলের নির্দেশে আমরা ওই কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনি। দ্রুত সমাধানের ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়। বিক্ষোভরত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিই। এরপরই ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নেন। ওদের সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে। আমরা পরিস্থিতির ওপর সবসময় নজর রাখছি।’ স্থানীয় বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারি বলেন,‘আমরা সবাই পড়ুয়াদের পাশে আছি। ওদের সমস্যার দ্রুত সমাধান করা হচ্ছে। ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নিয়ে পঠনপাঠন শুরু করেছেন। পরিষেবাও স্বাভাবিক হয়ে গেছে।

spot_img

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...