Wednesday, November 5, 2025

একই দলে পুলিশ-চিকিৎসক! সমাজের দুই স্তম্ভের মেলবন্ধনের সাক্ষী কলকাতা

Date:

Share post:

রাজনৈতিক অভিসন্ধিতে সমাজের একেক স্তম্ভকে একেক সময়ে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার প্রবণতা দেখা গিয়েছে। কিন্তু বাস্তবে যাঁরা সমাজের জন্য কাজ করেন, তাঁরা যে বিভেদের রাজনীতির অংশ কখনই হন না তারই নজির রাখল শহরের এক ক্রিকেট টুর্নামেন্ট (cricket tournament)। শ্যামপার্কে স্টার্লিং হাসপাতাল ও ডাক্তার শমিত রায় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (Dr. Samit Roy Welfare Foundation) উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার তৃতীয় বছরে পুলিশ (police) ও স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মেলবন্ধনই ছিল মূল বিশেষত্ব।

আর জি কর আবহে পুলিশের বিরুদ্ধে চিকিৎসকদের একাংশকে উস্কে দিয়ে ফায়দা লোটার চেষ্টা করেছে একাংশের রাজনীতিকরা। তবে সেই উদ্দেশ্য তাদের সফল হয়নি। রবিবার শ্যামপার্কে ক্রিকেট প্রতিযোগিতায় (cricket tournament) একই দলে খেললেন পুলিশ কর্মী থেকে চিকিৎসক (doctor) ও স্বাস্থ্যকর্মীরা। উদ্যোক্তাদের দাবি, সমাজের চিকিৎসক ও পুলিশকর্মীরা দুই তরফ থেকে সমানভাবে কাজ না করলে অনেক কাজ ভালোভাবে সম্পন্ন হয় না। তাই তাঁদের মধ্যে বিরোধ তৈরির চেষ্টাও কখনও সফল হবে না। এই ক্রিকেট প্রতিযোগিতায় কাঁধে কাঁধ মিলিয়ে খেলে তাঁরা সেটা প্রমাণ করে দিলেন।

স্টার্লিং হাসপাতাল ও ডাক্তার শমিত রায় ওয়েলফেয়ার ফাউন্ডেশন কয়েক বছর ধরে চিকিৎসকদের ক্রিকেট প্রতিযোগিতার (cricket tournament) আয়োজন করে। এবার পুলিশকর্মীদের তার মধ্যে সংযুক্ত করার পরে সেখানে উৎসাহের সঙ্গে যোগ দেন কলকাতা শহরের বিভিন্ন থানার ৪৫ থেকে ৫০ জন পুলিশ (police) কর্মী, ওসি।

spot_img

Related articles

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...