Sunday, January 11, 2026

লিগ-শিল্ড জয় করেই পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন বাগান কোচ জোসে মোলিনা

Date:

Share post:

দু’ম্যাচ বাকি থাকতেই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়ে পর পর দু’বার লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। গোল আসে একেবারে শেষ মুহুর্তে। তাও আবার দিমি পেত্রাতোসের গোলে। যে কিনা এই মরশুমে একেবারেই নিজের চেনা ছন্দে ছিলেন না। ম্যাচে সুপারসাব হিসাবে মাঠে নেমেই বাজিমাত।

গতকাল ম্যাচের ৭৮ মিনিটের মাথায় দিমিকে নামান মোহনবাগান কোচ জোসে মোলিনা। সেই সময় তাঁর নাকি মনে হয়েছিল, দিমির গোলেই হয়তো ম্যাচ ও লিগ-শিল্ড জিততে পারেন তাঁরা। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানান বাগান কোচ । ম্যাচের পর সাংবাদিক বৈঠকে মোলিনা বলেন, “দ্বিতীয়ার্ধে আমাদের গোল করতেই হত। তাই জেমির পাশে দিমিকেও রাখি। কারণ, জানি না কেন আমার মনে হয়েছিল দিমি আজ গোল করলেও করতে পারে। এই ম্যাচটা হয়তো ওরই হতে চলেছে। আমার মনে হয়, আমি ঠিকই ছিলাম।”

লিগ-শিল্ড জয় হয়ে গিয়েছে। তবে এখনই গা ছাড়া মনোভাব দেখাতে রাজি নন বাগান কোচ। সামনে লিগের আরও দুটো ম্যাচ, সেই ম্যাচগুলোতে সমান ভাল খেলবে তাঁর দল, জানিয়ে দিলেন মোলিনা। পাশাপাশি আইএসএল ট্রফি জয় যে লক্ষ্য সে কথা জানাতে ভুললেন সবুজ-মেরুন কোচ। এই নিয়ে মোলিনা বলেন, “পরের ম্যাচগুলোও আমরা সমান ভাল খেলব। কারণ, আমাদের সেরার জায়গায় থাকতে হবে। কাপ জয়ের প্রস্তুতি হিসেবেও এই দুই ম্যাচ কাজে লাগবে। তারপর সেমিফাইনাল, ফাইনাল আছে। তাই প্রতি ম্যাচেই সেরাটা দেওয়ার চেষ্টা করব। মুম্বই ম্যাচে তো সেরাটা দিতেই হবে।“

এদিকে লিগ-শিল্ড জয়ে খুশি মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন, “ এটা দলের সাফল্য। আমরা সব এক, এটা তারই ফল এটা। তবে ওড়িশা ভালো দল। একটা চাপ সত্যি ছিল। তবে আমরা খুশি এই জয়ে।“

আরও পড়ুন- কতটা গুরুতর রোহিত, শামির চোট? জানালেন শ্রেয়স

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...