Tuesday, August 26, 2025

ভুয়ো ভোটার কার্ড-কাণ্ডে তৃণমূলের চাপের মুখে নড়েচড়ে বসল কমিশন! প্রশাসনের কাছে রিপোর্ট তলব

Date:

Share post:

ভুয়ো ভোটার কার্ড-কাণ্ডে তৃণমূল কংগ্রেসের চাপের মুখে এবার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। রাজ্যের যেসব জায়গায় এই সংক্রান্ত অভিযোগ উঠেছে তা নিরসনে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। তিনি জানিয়েছেন, সংবাদমাধ্যমে দেখেই স্বতঃপ্রণোদিতভাবে রিপোর্ট চাওয়া হয়েছে। কারণ, নির্বাচন কমিশনের নির্দেশ আছে কোনও ভাবেই তালিকায় ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম যেন না থাকে। সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতেও নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সব অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

দিন কয়েক আগেই ১২ ফেব্রুয়ারি বিধানসভায় এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি বাইরে থেকে লোকজন এনে ভোটার তালিকায় নাম ঢোকাচ্ছে। কিন্তু তা কখনও তিনি করতে দেবেন না। এরপরই একের পর এক জেলায় ভুয়ো ভোটারের খবর সামনে আসে। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে রাজ্য রাজনীতির পারদ চড়তে থাকে। তবে নির্বাচন কমিশন হাত গুটিয়ে বসে নেই, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা নিরসনে করতে কড়া হাতে পদক্ষেপ করতেই মাঠে নেমেছে তারা। তবে কীভাবে এটা ঘটল তার পূর্ণাঙ্গ রিপোর্ট যেমন চাওয়া হয়েছে ঠিক তেমনই অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না নির্বাচন কমিশন তা পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে সব পক্ষকেই।

আরও পড়ুন- লক্ষ্য সড়ক পরিকাঠামোর মানোন্নয়ন! আগামী আর্থিক বছরে এক হাজার কোটি বরাদ্দ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...