Wednesday, August 27, 2025

রাজৌরিতে সেনাবাহিনীর ট্রাক লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি জঙ্গিদের, চিরুনি তল্লাশি চলছে

Date:

Share post:

ফের ভারতীয় সেনাবাহিনীর ট্রাকে হামলা চালাল জঙ্গিরা। বুধবার দুপুরে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় একটি সেনা ট্রাককে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি চালায় তারা।সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।জানা গিয়েছে, বুধবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। সেনার একটি ট্রাক জম্মুর রাজৌরি জেলায় সুন্দেরবানি এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময় একদল দুষ্কৃতী গুলি চালায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। জঙ্গল এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের রাজৌরি জেলার যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেটি লাইন অফ কন্ট্রোলের একেবারে কাছে থাকা একটি গ্রাম। ওই এলাকায় জঙ্গল থেকে লুকিয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। সেনা সূত্রের খবর, ওই এলাকা জঙ্গি অনুপ্রবেশের রুট। জঙ্গিরা গুলি চালানোর পরেই পাল্টা গুলি চালায় সেনাও। দ্রুত আরও বাহিনী পাঠানো হয়েছে ওই এলাকায়। চারিদিক ঘিরে ওই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

গত কয়েক মাস ধরে জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। সেই আবহেই বিধানসভা নির্বাচনও হয় উপত্যকায়। কখনও সেনার গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা চলে, আবার কখনও গ্রামে প্রবেশ করে বাড়িতে বাড়িতে হামলা চালায়। বার বার জঙ্গি হামলার ঘটনায় উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর সরকার।

দিন কয়েক আগেই জম্মু ও কাশ্মীরের সোপোরের জালোরা গুজ্জরপতি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে এক জওয়ানের মৃত্যু হয়। সম্প্রতি গুলমার্গেও সেনার গাড়িতে হামলা চলেছিল। তাতে দু’জন জওয়ান এবং বাহিনীর দুই মালবাহকের মৃত্যু হয়েছিল। তার আগে সোনমার্গের কাছে নিরস্ত্র সাধারণ মানুষের উপরেও হামলা চালিয়েছিল জঙ্গিরা। এক চিকিৎসক-সহ সাত জনের মৃত্যু হয়েছিল ওই হামলায়।

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...