Saturday, December 27, 2025

রাজৌরিতে সেনাবাহিনীর ট্রাক লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি জঙ্গিদের, চিরুনি তল্লাশি চলছে

Date:

Share post:

ফের ভারতীয় সেনাবাহিনীর ট্রাকে হামলা চালাল জঙ্গিরা। বুধবার দুপুরে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় একটি সেনা ট্রাককে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি চালায় তারা।সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।জানা গিয়েছে, বুধবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। সেনার একটি ট্রাক জম্মুর রাজৌরি জেলায় সুন্দেরবানি এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময় একদল দুষ্কৃতী গুলি চালায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। জঙ্গল এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের রাজৌরি জেলার যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেটি লাইন অফ কন্ট্রোলের একেবারে কাছে থাকা একটি গ্রাম। ওই এলাকায় জঙ্গল থেকে লুকিয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। সেনা সূত্রের খবর, ওই এলাকা জঙ্গি অনুপ্রবেশের রুট। জঙ্গিরা গুলি চালানোর পরেই পাল্টা গুলি চালায় সেনাও। দ্রুত আরও বাহিনী পাঠানো হয়েছে ওই এলাকায়। চারিদিক ঘিরে ওই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

গত কয়েক মাস ধরে জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। সেই আবহেই বিধানসভা নির্বাচনও হয় উপত্যকায়। কখনও সেনার গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা চলে, আবার কখনও গ্রামে প্রবেশ করে বাড়িতে বাড়িতে হামলা চালায়। বার বার জঙ্গি হামলার ঘটনায় উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর সরকার।

দিন কয়েক আগেই জম্মু ও কাশ্মীরের সোপোরের জালোরা গুজ্জরপতি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে এক জওয়ানের মৃত্যু হয়। সম্প্রতি গুলমার্গেও সেনার গাড়িতে হামলা চলেছিল। তাতে দু’জন জওয়ান এবং বাহিনীর দুই মালবাহকের মৃত্যু হয়েছিল। তার আগে সোনমার্গের কাছে নিরস্ত্র সাধারণ মানুষের উপরেও হামলা চালিয়েছিল জঙ্গিরা। এক চিকিৎসক-সহ সাত জনের মৃত্যু হয়েছিল ওই হামলায়।

spot_img

Related articles

৩৯ দিনেই বাংলাদেশের ভাঁড়ার থেকে শেষ হয়ে যাবে কন্ডোম! তারপর…

বাংলাদেশে ফুরিয়ে আসছে কন্ডোম (Condom)। হাতে আর মাত্র ১মাস ৯ দিন, তারপর কী হবে? উত্তর নেই কারোর কাছে।...

১ কোটি ৩৬ লক্ষের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দেখান: ৩১ তারিখ দিল্লিতে জ্ঞানেশ কুমারের কাছে দাবি জানাবেন অভিষেক

১ কোটি ৩৬ লক্ষের লজিক্যাল ডিসক্রিপেন্সি? তালিকা দেখান ৩১ তারিখ দিল্লি গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে...

“রবীন্দ্রনাথ বাংলাভাষার শত্রু, বাংলাদেশের শত্রু!” তুলকালাম বাংলাদেশ

দেশের জাতীয় সঙ্গীত যাঁর লেখা, যাঁর গান গেয়ে স্বাধীন বাংলাদেশ পথচলা শুরু করেছিলেন, তিনিই নাকি বাংলাদেশের শত্রু! সম্প্রতি...

মেলবোর্নে লজ্জা মুক্তি, সাড়ে পাঁচ হাজার দিন পর অজিভূমে টেস্ট জিতল ব্রিটিশরা

২০১০-১১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার টেস্ট সিরিজ জয়ের মুখ দেখেছিল ইংল্যান্ড। তারপর থেকে এখনো পর্যন্ত তিনবার অজিভূমে ব্রিটিশ...