Friday, November 7, 2025

উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে ধৃত আফ্রিকান ফুটবলারকে দেশে ফেরানোর নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

সুদূর পশ্চিম আফ্রিকার গিনি বিশাও দেশ থেকে বাংলায় ফুটবল খেলতে এসেছিলেন।এমনকী গ্রেফতারও হয়েছিলেন।তিন্তু কোভিড পরিস্থিতিতে নিজের দেশে ফিরে যেতে পারেননি। এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় নকশালবাড়ি থানায়। তার পর তাকে নিজেদের হেফাজতে নেয় রাজ্য পুলিশ। ক্যামেরা ফোফানা উসুমানে নামের ওই ফুটবলার সম্প্রতি জামিন চেয়ে এবং দেশে ফেরার আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। ওই ফুটবলারকে দেশে ফেরানোর বন্দোবস্ত করতে বলেছে আদালত। হাইকোর্টের নির্দেশ, ওই ফুটবলারকে ‘উপযুক্ত ক্ষতিপূরণ’ দিতে হবে রাজ্যকে।

জানা গিয়েছে, ফুটবল খেলা এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য ২০২০ সালের ৬ জানুয়ারি ছ’মাসের ভিসা নিয়ে এই রাজ্যে এসেছিলেন উসুমানে। ওই বছরেরই ৫ জুলাই তার ভিসার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার মধ্যেই শুরু হয়ে যায় কোভিড অতিমারি। এই পরিস্থিতিতে নিজের দেশে ফিরে যেতে পারেননি ওই ফুটবলার। ২০২১ সালের এপ্রিল মাসে দেশে ফেরার জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু সেই সময়ের পরিস্থিতিতে এ দেশেই থেকে যেতে হয় উসুমানেকে।

কেন্দ্রের নির্দেশিকা থাকা সত্ত্বেও ‘অবৈধ ভাবে’ এ দেশে থাকার জন্য উসুমানেকে গ্রেফতার করে পুলিশ। তার পর থেকে হেফাজতে ছিলেন তিনি। সম্প্রতি তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। মামলাটি ওঠে বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের এজলাসে। শুনানির পর বিচারপতির নির্দেশ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে আরও দায়িত্বশীল ও মানবিক হওয়া উচিত ছিল এবং ওই ব্যক্তিকে সমস্যায় ফেলা ঠিক কাজ হয়নি।
ওই ব্যক্তির বিরুদ্ধে যে মামলাগুলি রুজু হয়েছিল, তার সবগুলিই খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

spot_img

Related articles

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...

“জন-গণ-মন” নিয়ে রবি ঠাকুরকে অপমান বিজেপি সাংসদের! ক্ষমা চাওয়ার দাবি কুণালদের

রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কর্নাটকের বিজেপি (BJP) সাংসদ বিশ্বেশ্বর কাগেরির। এ প্রসঙ্গে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। বিজেপি সাংসদের...