Wednesday, August 20, 2025

জেলাস্তরের কর্মীদের সভার বার্তা পৌঁছে দিন: সুব্রত বক্সি

Date:

Share post:

তৃণমূল শৃঙ্খলা পরায়ণ দল। দলীয় নেতৃত্বের আহ্বানে দলনেত্রীর বিধানসভা নির্বাচন নিয়ে নির্দেশ পেতে বিশেষ বৈঠকে উপস্থিত উত্তর থেকে দক্ষিণের দলীয় নেতৃত্ব। যে নেতৃত্বরা উপস্থিত হতে পেরেছেন কলকাতার নেতাজি ইন্ডোরে তাঁরাই জেলাস্তরে বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা পৌঁছে দেবেন, এমনটাই কাম্য। বৈঠকের শুরুতেই সেই বার্তা দিয়ে দিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)।

কেন্দ্রের বঞ্চনা উপেক্ষা করে যে রাজনৈতিক দল বাংলার মানুষকে উন্নয়ন পৌঁছে দিয়েছে, তাকে ২০২৬-এ ফের বাংলার মসনদে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুতি শুরু তৃণমূলের। সেই মঞ্চে রাজ্য সভাপতি সুব্রত বক্সি কর্মীদের আহ্বান জানান, প্রমাণ করে দিতে হবে তৃণমূল শৃঙ্খলা পরায়ন দল। তিনি স্মরণ করিয়ে দেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির (CPIM) সময়ে মানুষ নিজের মত ভোটবাক্সে প্রতিফলিত করতে পারত না। বামেদের দৌরাত্ম্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোটবাক্সে ফল আসত। সেই পরিস্থিতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র ভোটার পরিচয় পত্রের (voter id card) প্রবর্তনের মধ্যে দিয়ে পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব হয়। শুধু বাংলায় নয়, সর্বভারতীয় স্তরে শুরু হয় এই পরিচয়পত্রের ব্যবহার।

তবে ভবিষ্যতে আসন্ন নির্বাচনেরর জন্য কোন পথে এগোবে তৃণমূল সেই বার্তা নেতাজি ইন্ডোর থেকে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বার্তা পৌঁছাতে হবে প্রত্যন্ত এলাকার কর্মী ও মানুষের মধ্যে। এই প্রসঙ্গে সুব্রত বক্সি নির্দেশ দেন, আজকের বার্তা সার্বিকভাবে সব স্তরের কর্মীদের জন্য। আমরা চাইব যারা উপস্থিত হতে পেরেছেন তাঁরা জেলায় সভা করে সর্বস্তরের মানুষ কর্মীদের কাছে পৌঁছে দেবেন।

spot_img

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...