ইসলামপুরের হোটেল থেকে উদ্ধার চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের নিরাপত্তারক্ষী মহম্মদ সুলতানের (Md Sultan) মৃতদেহ। তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দেওয়ার জন্য বিধায়ক কলকাতায় যেতেই তাঁর নিরাপত্তারক্ষী এক মহিলাকে ‘স্ত্রী’ পরিচয় দিয়ে হোটেলে নিয়ে গেছিলেন বলে খবর। দুপুরের পর তাঁকে হোটেলের ঘরে অজ্ঞান অবস্থায় দেখে ওই মহিলাই বিষয়টি হোটেলের বাকিদের জানান। ঘটনাস্থলে পৌঁছে ইসলামাবাদ থানার পুলিশ (Islamabad Police) সুলতানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে তিস্তাপাড়ের এক হোটেলে বান্ধবীকে নিয়ে যান মহম্মদ সুলতান। দীর্ঘ ১৫ বছর ধরে বিধায়ক হামিদুল রহমানের নিরাপত্তারক্ষী হিসেবে নিযুক্ত ওই ব্যক্তি ওই মহিলাকে স্ত্রীর পরিচয় দিয়েছিলেন বলে হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ইসলামাবাদ থানার (Islamabad Police) পুলিশের জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানিয়েছেন তিনি হোটেলে চেকিং করার পর, ফ্রেশ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য বাথরুমে গিয়েছিলেন। বেরিয়ে এসে দেখেন অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন মহম্মদ। তদন্তের সাথে পুলিশ ওই মহিলাকে আটক করেছে। পাশাপাশি হোটেলের ঘরটি সিল করে কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
–

–

–

–

–

–

–

–

–
