Wednesday, November 5, 2025

যুদ্ধ থামার গ্যারান্টি কী: ট্রাম্পের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ জেলেনস্কির

Date:

Share post:

কখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), কখনো বিশ্বের ছোট বড় দেশের বাণিজ্য। দ্বিতীয়বার ক্ষমতায় এসে গোটা বিশ্বকে হাতের মুঠোয় করতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অথচ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের সামনে যে তাকে থেমে যেতে হবে এমনটা বোধহয় তিনি ভাবেননি। পাঁচ বছর ধরে রাশিয়ার (Russia) সঙ্গে যুদ্ধ করে আসা রাষ্ট্রপতি ভলোদাইমার জেলেনস্কি (Volodymyr Zelensky) কোনভাবেই যে কোন দেশের কাছে মাথা নিচু করবেন না, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খনিজ চুক্তি বাতিল করে ফের একবার তিনি তা প্রমাণ করে দিলেন। সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন ইউক্রেনের স্বার্থ নিয়ে আমেরিকাকে (USA) খেলতে দেবেন না তিনি।

মিডিয়ার সামনে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে এভাবে প্রতি কথায় চ্যালেঞ্জ এর আগে কোন দেশনায়ক জানিয়েছেন কিনা, সন্দেহ। তবে ট্রাম্প ও তার উপরাষ্ট্রপতি জে ডি ভান্সের (J D Vance) প্রতিটি কথা যে ইউক্রেনকে (Ukraine) নিচু দেখানোর জন্য ধেয়ে আসছিল, তা মেনে নেননি রাষ্ট্রপতি জেলেনস্কি। তার একটি প্রশ্ন, যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প কিভাবে গ্যারান্টি দিচ্ছেন ভবিষ্যতে আর কখনও রাশিয়া (Russia) ইউক্রেনের (Ukraine) দিকে হাত বাড়াবে না।

হোয়াইট হাউসে (White House) জেলেনস্কিকে ডেকে খনিজ চুক্তি স্বাক্ষর করে নেওয়া হাতের মুঠোয়, ভেবেছিলেন ট্রাম্প (Donald Trump)। সাংবাদিক বৈঠকে তিনি বারবার বলেন ইউক্রেনের (Ukraine) কোন নিরাপত্তা নেই। নিরাপত্তা একমাত্র আমেরিকাই দিতে পারে। কিন্তু দেশের খনিজ সম্পদের সঙ্গে কোন আপোষ করতেই যে রাজি নন জেলেনস্কি (Volodymyr Zelensky), স্পষ্ট করে দেন সাংবাদিকদের সামনে। নিস্ফলা খনিজ-বৈঠক শেষে সেই কথা জানিয়ে তার কারণও স্পষ্ট করেন তিনি।

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে সোজাসুজি জেলেনস্কির প্রশ্ন, ২০১৪ সাল থেকে রাশিয়া যখন ইউক্রেন, ক্রিমিয়া দখল করে নিচ্ছিল তখন নীরব ছিল আমেরিকা। ২০১৯ সালে ক্ষমতায় আসার পর রাশিয়াকে জবাব দিয়েছেন জেলেনস্কি। বারবার যুদ্ধবিরতি চুক্তি, বন্দী প্রত্যর্পণ চুক্তি লংঘন করেছে পুতিন (Vladimir Putin)। তারপরেও নীরব ছিল আমেরিকা। পাল্টা ট্রাম্প দাবি করেন, তিনি রাষ্ট্রপতি হিসাবে ইউক্রেনকে (Ukraine) প্রতিরক্ষা দিয়েছেন। এখনও প্রতিরক্ষা-বিহীন ইউক্রেনের ঢাল হতে পারে আমেরিকা।

সেখানেই জেলেনস্কির প্রশ্ন, যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও তা যে বন্ধ থাকবে সেই দায়িত্ব কিভাবে নেবে আমেরিকা। এমনকি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প যখন দাবি করেন, পুতিন ওবামা (Barrack Obama) বা বাইডেনকে (Joe Biden) সম্মান করেন না। ট্রাম্পকে করেন। এই বক্তব্যের সময় জেলেনস্কি চরম অবিশ্বাসের এক মুখভঙ্গি করেন, যা ছিল অত্যন্ত নজরকাড়া। স্পষ্টতই এভাবে চোখে চোখ রেখে জেলেনস্কির চ্যালেঞ্জ ভালোভাবে নিতে পারেননি ট্রাম্প। ভেস্তে যায় বৈঠক। উপরাষ্ট্রপতি জে ডি ভান্স জেলেনস্কিকে অনুরোধ করেন খনিজ চুক্তি নিয়ে ফের একবার ভেবে দেখতে।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...