চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইতিমধ্যে চলে গিয়েছে ভারত। তবে এরই মধ্যে আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে অধিনায়ক রোহিত শর্মাকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রোহিতকে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগতে দেখা গেছে। তাই সেমিফাইনালের আগে টিম ম্যানেজমেন্ট তাঁর চোট আরও গুরুতর হয়ে যাক এমনটা চাইবেন না। আর এই নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক কে এল রাহুল। বললেন, এরকম কোন সমস্যা নেই দলে।

রাহুল বলেন, “ সেমিফাইনালের আগে পরীক্ষার রাস্তা খোলা থাকছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না সেটা হবে। সেমিফাইনালের আগে খুব কম সময় আছে। ফলে ক্রিকেটাররা সবাই বেশি ম্যাচ খেলবে, এটাই স্বাভাবিক। এটা আমার বক্তব্য, তবে বদল আসতেও পারে। আমি নেতৃস্থানীয় দলের অংশ নই।“ এখানেই না থেমে রাহুল আরও বলেন, “ আমি যতদূর জানি চোটের জন্য কেউ ম্যাচ খেলবে না, এরকম পরিস্থিতি নয়।“

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেতৃত্ব দিতে পারেন শুভমান গিল । যদি রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে বাদ পড়েন, তাহলে ঋষভ পন্ত অথবা ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে দেখা যেতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ঋষভের একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি।

আরও পড়ুন- কেন পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি? নিজেই জানালেন সেকথা

–

–

–

–

–

–

–

–
