১) আইএসএল-এ অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকেও মুম্বই সিটি এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট। বাগানের হয়ে গোল জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোসের। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে ছিল জোসে মোলিনার দল। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় মুম্বই।

২) ভারত নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে। এমনটাই অভিযোগ ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার মাইকেল আথার্টন এবং নাসির হুসেনের। তাদের মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আয়োজক হলেও, সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। আর এবার এই দুই ক্রিকেটারকে ধুয়ে দিলেবন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। বললেন, ভারতের টাকাতেই তো বেতন পান, সংসার তো চলে সেই টাকাতেই।

৩) চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি আসর। তবে এই টুর্নামেন্ট শুরু আগে থেকে চলছে একটি জল্পনা । কাকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা উচিত ঋষভ পন্থ নাকি কে এল রাহুল? ক্রিকেট মহলের একাংশেও এই নিয়ে চলছে বিতর্ক। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখতে। বললেন, খেলার সুযোগ না পাওয়া পন্থের জন্য খুব কঠিন ব্যাপার।

৪) আজ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে অধিনায়ক রোহিত শর্মাকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রোহিতকে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগতে দেখা গেছে। আর এই নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক কে এল রাহুল। বললেন, এরকম কোন সমস্যা নেই দলে।

৫) ২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। আর ২৩ মার্চ আইপিএল-এর অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস। আর সেই প্রস্তুতিতে নেমে পড়ল সিএসকে। আর প্রথম দিনের অনুশীলন দেখলে একটা কথাই মাথায় আসবে। আর তা হল মাহি মার রাহা হ্যায়। হ্যাঁ , সিএসকের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুশীলনের প্রথম দিনের ছবি দেখলে এই কথাটাই মাথায় আসবে।

আরও পড়ুন-লিগ-শিল্ড জয়ের পরই ধাক্কা মোহনবাগানের, এগিয়ে থেকেও মুম্বইয়ের সঙ্গে ২-২ গোলে ড্র বাগানের

–

—

–

—

–

—

–

—
–