Friday, November 7, 2025

কেরললে হারিয়ে রঞ্জিট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভ, ব্যাট হাতে দাপট করুণ নায়ারের

Date:

Share post:

রঞ্জিট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভ। এদিন কেরলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ড্র করে করুণ নায়ার, দানিশ মালেওয়ারেরা। তবে ড্র করলেও , প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে রঞ্জি চ্যাম্পিয়ন হয় বিদর্ভ। এই জয়ের ফলে টানা তিনবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল তারা। ম্যাচে ব্যাট হাতে দাপট করুণ নায়ারের। প্রথম ইনিংসে ৮৬ এবং দ্বিতীয় ইনিংসে করেন ১৩৫। ব্যাট হাতে দাপট দেখান দানিশও। প্রথম ইনিংসে ১৫৩ পাশাপাশি দ্বিতীয় ইন ইংসে করেন ৭৩।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে ৩৭৯ রান করে বিদর্ভ। ব্যাট হতে দাপট দেখান দানিশ মালেওয়ার। তিনি করেন ১৫৩ রান। করুণ করেন ৮৬ রান। যশ ঠাকুর করেন ২৫ রান। ৩২ রান করেন নভহিকেত। প্রথম ইনিংসে বিদর্ভের হয়ে সেরকম কেউ আর রান করতে পারেনি। চলতি মরশুমে বিদর্ভের হয়ে স্বপ্নের ফর্মে রয়েছেন করুণ। ফাইনালেও সেই ফর্ম বজায় থাকল। কেরলের হয়ে বল হাতে তিনটি করে উইকেট নিদেশ, ইডেনের। দুটি উইকেট বাসিলের। একটি উইকেট জলজ সাক্সেনাই।

জবাবে ব্যাট করতে নেমে ৩৪২ রানে শেষ হয়ে যায় কেরলের ইনিংস। ৩৭ রানের লিড পায় বিদর্ভ। কেরলের হয়ে লড়াই করেন সচিন বেবি । ৭৯ রান করেন আদিত্য সারওয়াটে। ৩৭ রান করেন আহমেদ ইমরান। বিদর্ভের হয়ে তিনটি করে উইকেট নেন দর্শন, হর্ষ দুবে এবং পার্থ। একটি উইকেট যশ ঠাকুরের।

দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভাল করে বিদর্ভ। ১৩৫ রান করেন করুণ নায়ার। এর সুবাদে চলতি মরশুমে নবম শতরান করেন তিনি। দানিশ করেন ৭৩ রান।দর্শন নালকাণ্ডে করেন ৫১ রান। বিদর্ভকে দ্বিতীয় ইনিংসে অলআউট করতে পারেনি কেরল। বিদর্ভের রান যখন ৯ উইকেট হারিয়ে ৩৭৫, তখন দুই দল খেলা শেষ করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় বিদর্ভ।

আরও পড়ুন- মুম্বইয়ের সঙ্গে ড্র করে কী বললেন মোলিনা ?

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...