Friday, May 9, 2025

সুদীপ-অনিন্দিতার জীবনে ‘রানি’র আগমন, কন্যাসন্তানকে মার্শাল আর্ট শেখাতে চান অভিনেতা!

Date:

Share post:

কন্যাসন্তান দায় নয় বরং মা-বাবার অহংকার, জীবনে ‘রানি’র আগমনে উচ্ছ্বসিত তারকা দম্পতি অনিন্দিতা রায়চৌধুরী আর সুদীপ সরকার (Anindita Roychowdhury & Sudip Sarkar) যেন সেই বার্তাই ছড়িয়ে দিলেন সমাজমাধ্যমে। সোমবার (৩ মার্চ) সকালে যখন অস্কার (Oscar) ঘোষণায় কার মাথায় কোন মুকুট উঠলো সেই নিয়ে আলোচনা চলছে, তখন অভিনেতা সুদীপের জীবনে নতুন মানুষের আগমন। সপ্তাহের প্রথম দিনে মেয়ে হওয়ার খবর সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা।

২০২৫ সালে দাঁড়িয়েও কন্যাসন্তান আগমনের খবরে পরিবারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তারকা দম্পতি মোটেও সে কথা অস্বীকার করছেন না। তাঁদের কথায়, দাম্পত্যের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হিসেবে মেয়ের মা- বাবা হওয়া মানে এই পৃথিবীকে তার বাসযোগ্য করার দায়িত্ব অনেকটা বেড়ে যায়। সুদীপ বলছেন, সমাজ বদলে দেওয়ার ক্ষমতা তাঁর নেই। কিন্তু কন্যাসন্তানকে প্রাণভরে ভালবাসা দেওয়া, আগলে রাখা এবং তাকে আগামী সব লড়াইয়ের জন্য প্রস্তুত করতে নিজের সবটুকু উজাড় করে দেবেন তিনি। খুশির জোয়ারে ভাসছেন অভিনেত্রী অনিন্দিতা। সুদীপের মা-বাবার ইচ্ছে ছিল বাড়িতে নাতনি আসুক। সে স্বপ্ন পূরণ হয়েছে। মানালি দে (Manali Dey), গৌরব চট্টোপাধ্যায়, শ্রুতি দাস-সহ টেলিপাড়ার অনেক অভিনেতা-অভিনেত্রীরাই নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সরকার আর রায়চৌধুরী পরিবারে সোমবার সারাদিন ধরে মিষ্টিমুখ করার পালা চলেছে। ঘরে ‘রানি’ আসায় আনন্দে উচ্ছ্বল সুদীপ-অনিন্দিতা। অভিনেতা বলছেন, মেয়ে ও মা দুজনেই ভালো আছেন। এখন একটা সুস্থ পরিবেশে বড় করে তোলার চেষ্টার পাশাপাশি নিজের কুইনকে আত্মরক্ষার অস্ত্র হিসেবে মার্শাল আর্ট প্রশিক্ষণ দেবেন বলেও ভেবে রেখেছেন সুদীপ। এভাবেই নিজের জীবনের রাজপাট সামলাবে টেলিপাড়ার তারকা দম্পতির ‘কুইন’।

 

spot_img

Related articles

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যার প্রতিশোধ ভারতই নিয়েছে: ব্যাখ্যা বিক্রমের

পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের (JeM) হাতে নৃশংসভাবে খুন হন মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল। ২০০২ সালের সেই ঘটনায়...

আইপিএল স্থগিত, ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের ফেরানোর ব্যবস্থা বোর্ডের

এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত হয়ে গিয়েছে। ঝুঁকি নিচ্ছে না বিসিসিআই(BCCI)। দেশিয়দের সঙ্গে বিদেশি ক্রিকেটারদেরও(Foreign Cricketers) দেশে ফেরানোর...

সুন্দরবনের প্রান্তিক মানুষদের নিয়ে ‘বেহুলা এখন’: থিয়েটার জগতে নতুন চ্যালেঞ্জ নির্দেশক সৌমিত্র মিত্রর 

নকিব উদ্দিন গাজীকেউ নদীতে মাছ ধরেন, কেউ সুন্দরবনে গহীনে মধু সংগ্রহ করেন, কেউবা জঙ্গলের মধ্যে কাঁকড়া খোঁজেন। এটাই...

মু্ম্বই সিটি থেকে ইস্টবেঙ্গলে বিপিন সিং

দলবদলের মরসুমে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার লাল-হলুদ শিবিরে মুম্বই সিটি এফসি(Mumbai City FC) থেকে চলে এলেন...