অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে দুর্ঘটনা! নৌকাডুবিতে মৃত ২, তদন্তে পুলিশ

নৌকা ভ্রমণে গিয়ে আর বাড়ি ফেরা হলো না। সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) রাজমহেন্দ্রভরমের কাছে গোদাবরী নদীতে (Godavari river) দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ১২ জন যাত্রী নিয়ে উল্টে গেল নৌকা(Boat wreck)। দ্রুত ঘটনাস্থলে পৌছে যান উদ্ধারকর্মীরা। ১০ জনকে বাঁচানো সম্ভব হলেও দুজনের মৃত্যুর খবর মিলেছে.।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০ জনের একটি দল নৌকায় করে লঙ্কা ভ্রমণ করতে গিয়েছিলেন। তাঁদের মধ্যেই কয়েকজন যখন ফিরে আসছিলেন, তখন নৌকাটি হঠাৎ করেই উল্টে যায়। সূত্রের খবর, নৌকায় জল ঢুকে পড়েছিল। দুর্ঘটনার সময় নৌকায় ১২ জন যাত্রী ছিলেন। অন্নভারম (৫৪) এবং রাজু (২৫) নামে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন। বেশ কিছুক্ষনের তল্লাশি অভিযানের পর তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।