Wednesday, December 3, 2025

কাপলিং ভেঙে বিপত্তি, চলন্ত অবস্থায় দুভাগ হয়ে গেল নন্দনকানন এক্সপ্রেস!

Date:

Share post:

দিব্যি চলছিল নন্দনকানন এক্সপ্রেস।যাচ্ছিল ওড়িশার উদ্দেশে।হঠাৎই চলন্ত অবস্থাতেই দু’ভাগ হয়ে গেল সেই এক্সপ্রেস। কয়েকটি কামরা নিয়ে এগিয়ে গেল ইঞ্জিন। বাকি কামরাগুলি বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে পড়ে। কাপলিং ভেঙে খুলে যাওয়াতেই এই বিপত্তি বলে রেল সূত্রে জানা গিয়েছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।জানা গিয়েছে, সোমবার উত্তরপ্রদেশ থেকে ওড়িশা আসছিল। কিন্তু চান্দৌলির কাছে ট্রেনের মাঝখান থেকে একটি কামরার কাপলিং খুলে যায়। এই কাপলিংয়ের মাধ্যমে একটি কামরার সঙ্গে আর একটি কামরা যুক্ত থাকে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের কিছুটা দূরে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।তারা জানিয়েছেন, আচমকাই ঝাঁকুনি অনুভব করেন তারা। তার পর কিছুক্ষণের মধ্যে ট্রেন থেমে যায়। আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়েন বহু যাত্রী।

তারা জানিয়েছেন, প্রথমে বোঝা যায়নি কী ঘটে গিয়েছে। কিন্তু ঝাঁকুনি লাগায় কিছু একটা হয়েছে আঁচ করতে পেরেছিলেন অধিকাংশই। ট্রেন থামতেই নেমে দেখা যায়, বেশ কয়েকটি কামরা ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরে জানা যায়, কাপলিং ভেঙে যাওয়ায় এই বিপত্তি।জানা গিয়েছে, ট্রেনটি পুরীতে যাচ্ছিল। এই ঘটনার জেরে তিন ঘণ্টা দেরি হয়। ট্রেনের গতি কম থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

 

 

spot_img

Related articles

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...