Thursday, January 1, 2026

অজিদের বিরুদ্ধে দাপুটে ইনিংস, অল্পের জন্য হাতছাড়া শতরান, ম্যাচ শেষে কী বললেন কোহলি ?

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। সৌজন্যে বিরাট কোহলি। তাঁর দাপুটে ইনিংসের সৌজন্যেই জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। ৮৪ রানের ইনিংস খেলেন কোহলি। অল্পের জন্য হাতছাড়া হয় শতরান। শতরান হাতছাড়া করে হতাশ কোহলি। বললেন বেশি তাড়াহুড়ো করে ফেলেছি।

ম্যাচ শেষে বিরাট বলেন, “ যে সময় আউট হয়েছি, তখন শতরান হতে আর ২০ রান মতো বাকি ছিল। আমি চেয়েছিলাম তাড়াতাড়ি সেই রানটা করে নিয়ে আর দু’ওভারের মধ্যে খেলা শেষ করে দিতে। মাঝেমাঝে সে ভাবেই খেলতে চাই। তবে কখনও সখনও আপনি যেটা চান সেটা কাজে লাগে না। পাকিস্তানের বিরুদ্ধেও একই ভাবে খেলেছিলাম। আসলে ছোটখাটো বিষয়গুলোয় নজর রেখে পিচ অনুযায়ী খেললে সাফল্য পাওয়া যায়। আজ চেয়েছিলাম বড় জুটি গড়তে। সেটা পেরেছি।“

এরপরই বিরাট বলেন, “ সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে চাপ থাকেই। যদি আপনি সময় নিয়ে খেলেন এবং হাতে উইকেট থাকেন, তখন বিপক্ষ দল চাপে পড়তে বাধ্য। আমাদের কাছে তখন ম্যাচটা আরও সহজ হয়। ম্যাচ চলার সময় নিয়ন্ত্রণ রাখাটা খুব দরকার। তাই সব সময় আমি মাথায় রাখি, কত রান দরকার এবং কত ওভার বাকি। যদি হাতে ছ’-সাতটা উইকেট থাকে এবং রান ও বলের পার্থক্য ২৫-৩০ হয়ে যায়, তা হলেও চাপে পড়ি না।“

এদিকে অজিদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়েন কোহলি। একদিনের ক্রিকেটে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। সচিন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে রান তাড়া করতে নেমে ৮০০০ রান পূর্ণ করলেন কোহলি। ১৭০টি ম্যাচে এই সাফল্য অর্জন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন-বিরাট দাপটে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, সেমিফাইনালে অজিদের হারাল ৪ উইকেটে

spot_img

Related articles

বিদায় ২০২৫, নতুন বছরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছাবার্তা অভিষেকের

পুরনো বছরের পাতা উল্টে নতুন বছরে পা দেওয়ার মুহূর্তে শুভেচ্ছাবার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

আয়নায় মুখ দেখুন! অনুপ্রবেশ-দুর্নীতি-নারী নিরাপত্তা ইস্যুতে শাহকে পাল্টা জবাব তৃণমূলের

রাজ্যের অনুপ্রবেশ, দুর্নীতি ও নারী নিরাপত্তা— এই তিন ইস্যু নিয়ে অমিত শাহকে (Amit Shah) পাল্টা কড়া জবাব দিল...

মতুয়াদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না! কমিশনকে সাফ বার্তা অভিষেকের

রাজ্যের বৈধ বাসিন্দা মতুয়া সম্প্রদায়ের মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলল তৃণমূল...

প্রাপ্তি-অপ্রাপ্তিতে কাটল 2025, নাচে-গানে-হুল্লোড়ে স্বাগত 2026

পাতা উল্টোলো ক্যালেন্ডারের। প্রাপ্তি-অপ্রাপ্তিতে মিশিয়ে কাটাল 2025। বুধবার, সন্ধে থেকে নাচে গানে হুল্লোড়ে 2026-কে (Happy New Year) স্বাগত...